জিতু কামালের কাছ থেকে নিজেই বিচ্ছেদ চেয়েছিলেন অভিনেত্রী নবনীতা দাস। সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন সেই কথা। তাঁর ইচ্ছেকে গুরুত্ব দিয়ে নবনীতার থেকে আলাদা হয়েছেন জিতু। এই মুহূর্তে আদালতে বিচ্ছেদের মামলা চলছে তাঁদের। এরই মধ্যে কেন এইভাবে অতীত হাতড়ে চলেছেন নবনীতা? কেন বারেবারেই পিছু টানছেন জিতুকে? প্রশ্ন তুলেছেন জিতুর ভক্তরা…। কী এমন করেছেন নবনীতা, যে তাঁকে নিয়ে উঠছে এমন প্রশ্ন? বিশেষ বিশেষ দিনে জিতুকে মনে পড়ছে তাঁর। এর আগে পুজোর সময় জিতু ও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে শেয়ার করেছিলেন ছবি। এবারেও করলেন সেই একই কাজ। বড়দিনের দিন জিতুর সঙ্গে এক পুরনো ছবি ভাগ করে নিলেন তিনি। কেন এভাবে পুরনো কাসুন্দি ঘাঁটছেন তিনি? তবে কি আবারও জিতুকে নিজের কাছে পেতে চান নায়িকা? উঠছে নানা প্রশ্ন।
এর আগে পুজোর সময় সিঁদুর খেলেননি নবনীতা। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, “এবার পুজোতে আমি কোত্থাও যাইনি। পুজো পরিক্রমার কাজ দুটো আগে থেকে স্থির করা ছিল, তাই তখনই বেরিয়েছিলাম। বাকি দিনগুলো আমি কোত্থাও যাইনি। আমি এবার মা দুর্গাকে বরণ করিনি। আমি সিঁদুরও খেলব না। জিতুর জন্যে কিন্তু কিছু নয়। আমি আসলে খুবই ক্লান্ত। আমার জীবনটাও পাল্টে ফেলেছি। জামাকাপড় থেকে ফোন–সবকিছুই আমি পাল্টে ফেলেছি। ওখান থেকে ফেরার পর থেকে আগের কিছুই ব্যবহার করি না আর।”
যদিও জিতু কিন্তু জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন। সম্প্রতি জিতের সঙ্গে তাঁর ‘মানুষ’ মুক্তি পায়। তাঁর ইনস্টাগ্রামে শুধু সেই সংক্রান্তই প্রচার। সূত্র জানাচ্ছে, সামজিক মাধ্যম থেকে নবনীতাকে ব্লক করে রেখেছেন তিনি। প্রাক্তনের কোনও কিছুই আর জীবনে ফিরে পেতে চান না তিনি ?