নীল ভট্টাচার্য ও তৃণা সাহা, রিয়েল লাইফ এই জুটি এক কথায় দাপিয়ে বেড়াচ্ছেন টেলিদুনিয়া। একের পর এক জনপ্রিয় কাজ করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন রাতারাতি। তবে একসঙ্গে নয়, আলাদা আলাদা ধারাবাহিকেই দেখা যাচ্ছে তাঁদের। নীলের সঙ্গে পর্দায় কখনও-ই একসঙ্গে কাজ করেননি তৃণা। দর্শকের এই আক্ষেপ ছিল বহুদিন ধরে। এবার সম্প্রতি খবর মিলেছিল, তৃণা সাহা ও নীল নাকি এক সঙ্গে পর্দায় কাজ করতে চলেছেন। তবে কি এবার রিয়েল লাইফ জুটি রিল লাইফে ঝড় তুলবেন? প্রশ্ন তুঙ্গে থাকলেও উত্তর মেলেনি প্রথমে। ছবির নাম ‘তিলোত্তমা’। বড়পর্দায় প্রথম জুটিকে দেখা যাবে। তবে জুটিতে নয়। দর্শকদের মন খারাপের খবর দিলেন নীল। নীল ও তৃণা জুটিতে থাকছেন না এই ছবিতে।
TV9 বাংলার পক্ষ থেকে সুচরিতা দে নীলের সঙ্গে যোগাযোগ করলে, অভিনেতা সাফ বলেন, ‘ছবির কাজ শেষ হয়ে গিয়েছে আগেই। গোপনেই সেরে ফেলেছি আমরা। এক অনাথ আশ্রমের গল্প। চারটে ছোট-ছোট গল্প মিলে একটা পরিপূর্ণ চিত্রনাট্য। তবে আমরা এই সিনেমাতে আছি ঠিকই, কিন্তু আমরা জুটি নই।’
ছবিতে তবে ঠিক কোন ভূমিকায় থাকতে চলেছেন জুটি তা রহস্যই থেকে গেল। ছবির পরিচালনাতে রয়েছেন সৌম্যজিৎ আদক। হৃদয়পুর খ্যাত এই পরিচালক এবার পর্দায় সম্পর্ক, ভরসা, বিশ্বাসের সংজ্ঞা দেবেন। ছবিতে এই জুটি ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখেরা। গল্পে প্রতিটা চরিত্রই নিজ-নিজ ভূমিকাতে মূল, কারণ প্রতিটা চরিত্রেরই একটা গল্প রয়েছে। যে গল্পগুলো শেষ পর্বে মিলেমিশে একাকার হতে দেখা যাবে। অন অন্যস্বাদের গল্প এবার দর্শক দরবারে উপহার দিতে চলেছেন সৌম্যজিৎ, তবে ছবির শুটিং শেষ হলেও ছবির মুক্তি কবে, তা নিয়ে ধোঁয়াশা বর্তমান। কারণ এই প্রসঙ্গে টলিউড সূত্রে কোনও খবরই প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে, আগামী বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনা তিলোত্তমার।