Jeet New Look: ‘রাবন’-এর পর এবার ‘চেঙ্গিজ়’ জিৎ, নতুন চরিত্রে কোন লুকে ধরা দিলেন অভিনেতা
Bengali Movie: বাংলাদেশের সঙ্গেও জোট বেঁধে কাজ করতে চলেছেন জিৎ, তেমনই খবর এবার সামনে উঠে এলো। চলছে প্রাথমিক পর্যায়ের কাজ।
একের পর এক ছবি মুক্তির অপেক্ষায় এখন টলিউডে। তবে বক্স অফিসকে ছন্দে ফেরাতে, ব্লকবাস্টার ছবি করোনার পর সেভাবে দেখা যায়নি দক্ষিণ ভারত ছাড়া। বেশ কিছু ছবি খানিকটা হলেও আশার আলো দেখিয়েছে বটে, তবে অধিকাংশ ক্ষেত্রেই ছবিকে মুখ থুবড়ে পড়তে হয়েছে। যার ফলে এখন একটি হিট ছবির অপেক্ষায় দিনগুনছে ভক্তমহল। ঝড়ের গতিতে তাই ভাইরাল প্রতিটা সুপারস্টারের নিত্য আপডেট। টলিউডের এই পরিস্থিতিতে কি তুরুপের তাস হতে চলেছেন জিৎ! এখন এই প্রশ্নই বর্তমান। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া রাবন লুকের পর এবার চেঙ্গিজ় লুকে ধরা দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেনিলেন সেই ছবি।
View this post on Instagram
অতীতে একাধিক হিট ছবি টলিউডে উপহার দিয়েছেন অভিনেতা জিৎ। তবে এবার কি সেই চেনা সমীকরণেই ফিরবেন তিনি! যদিও করোনা পরিস্থিতির পর জিৎ-এর ছবি একটিমাত্র ছবি মুক্তি পয়েছে প্রেক্ষাগৃহে, তা হল রাবন। রাবন ছবি নিয়ে মাতামাতির পর এবার তিনি হাত দিয়েছেন পরবর্তী ছবির কাজে। অসুর ও রাবন ছবির পরই জিৎ-এর ঝুলিতে নয়া চমক। রাবন লুকে সকলকে তাক লাগিয়েছিলেন তিনি। সেই ছবি যদিও বিশাল অঙ্কের ব্যবসা করেছে এমনটা নয়। এবার পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ততা তুঙ্গে। শুটিং সেট থেকেই ছবি শেয়ার করলেন অভিনেতা। জানালেন ছন্দে ফেরার কথাও।
View this post on Instagram
পরণে লাল শার্ট, স্টানিং লুকে জিপের সামনে দাঁড়িয়ে টলিউডের হ্যান্ডসম স্টার জিৎ তাক লাগালেন ভক্তদের। এই ছবি শেয়ার করে নিতেই তা সকলের নজর কাড়ে। তবে এখানেই শেষ নয়। পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও জোট বেঁধে কাজ করতে চলেছেন জিৎ, তেমনই খবর এবার সামনে উঠে এলো। চলছে প্রাথমিক পর্যায়ের কাজ। তারই মাঝে চেঙ্গিজ়ের কাজ শেষ করবেন অভিনেতা। দুই বাংলা যৌথ প্রযোজনায় ছবি অতীতেও বহুবার হয়েছে। এছাড়াও জিৎ ভক্ত বাংলাদেশেও প্রচুর। তাই এবার দুই বাংলা মিলিয়ে ছবি করতে চলেছেন জিৎ। লক্ষ্যে টালিগঞ্জের পাশাপাশি এবার ঢাকাও।