জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়, উদ্বিগ্ন অনুরাগীরা
এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।
অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তাঁর জ্বর রয়েছে। রয়েছে শ্বাসকষ্ট জনিত সমস্যাও। কোভিডের উপসর্গ থাকায় ইতিমধ্যেই তাঁর কোভিড পরীক্ষা করা হলেও রিপোর্ট আসেনি বলেই খবর।
অন্যদিকে টিভিনাইন বাংলার তরফে অভিনেত্রীর বাড়ির নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, “দিদি হাসপাতালে। কিন্তু স্থিতিশীল রয়েছেন।”
যদিও এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।