সোহিনী-রণজয়ের বারাণসী ভ্রমণ, দেখুন ট্রাভেল অ্যালবাম

প্রেমের সম্পর্কে থাকলেও, কবে বিয়ে করবেন, সে বিষয়ে প্রকাশ্যে এখনও কোনও ইঙ্গিত দেননি এই জুটি।

সোহিনী-রণজয়ের বারাণসী ভ্রমণ, দেখুন ট্রাভেল অ্যালবাম
বারাণসীতে যুগল। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 6:12 PM

সোহিনী সরকার (Sohini Sarkar )এবং রণজয় (Rano Joy) বিষ্ণু। টলিউডে এই জুটির প্রেমের সম্পর্কের খবর সকলেই রাখেন। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও লুকোচুরি নেই তাঁদের। ভালবাসি, এটা স্পষ্ট করে বলেন প্রকাশ্যেই।

সোহিনী-রণজয়ের আপাতত ডেস্টিনেশন বারাণসী। দুজনেই বেড়াতে ভালবাসেন। তাই সুযোগ পেলেন ব্যাগ কাঁধে বেরিয়ে পড়া তাঁদের স্বভাব। বারাণসীতে নিজেদের মতো সময় কাটাচ্ছেন তাঁরা। একই সঙ্গে একান্ত সময়ের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে।

কখনও গঙ্গার ঘাটে ব্যাকগ্রাউন্ডে সারি সারি নৌকোর ফ্রেমে সোহিনী। শীতের রাতে ঠাণ্ডা মোকাবিলার জন্য প্রস্তুতি সারা। কখনও বা সারমেয়কে আদর। নৌকাভ্রমণে সোহিনীর সাদা-কালো ছবি ফ্রেমবন্দি করেছেন রণজয়।

দুর্গাপুজো হোক বা বন্ধুর বিয়ে। রাতপার্টি হোক বা ছবির প্রিমিয়ার সবেতেই এখন যুগলকে একসঙ্গে দেখা যায়। একে অপরের জন্মদিনও ঘটা করে পালন করেছিলেন।

View this post on Instagram

A post shared by RANO JOY (@rano_joy22)

অনুষ্ঠান যাই হোক, পিডিএ করার একটা চান্সও মিস করেন না তাঁরা। তাই সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁদের অজস্র প্রেমের সাক্ষর।

প্রেমের সম্পর্কে থাকলেও, কবে বিয়ে করবেন, সে বিষয়ে প্রকাশ্যে এখনও কোনও ইঙ্গিত দেননি এই জুটি। দুজনেরই ফোকাসে রয়েছে কাজ। কেরিয়ার আরও খানিকটা গুছিয়ে তবেই সোহিনী-রণজয় বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।