Soumitrisha On Social Media: ‘মেরা বাপকা হ্যায়….’, ট্রোলের জবাব দিয়ে পোস্ট ডিলিট কেন করলেন সৌমিতৃষা?
Tollywood Inside: নিত্যদিন নিত্য নতুন সাক্ষাৎকারেও দেখা যাচ্ছে তিনি। নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন মন খুলে। তবে কোনও প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন, আর কোনও প্রশ্নের উত্তর অনুমান করে নেওয়া হচ্ছে বলেই এবার মিলল স্পষ্ট ইঙ্গিত। আর এই ইঙ্গিত কোথায় মিলল জানেন?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশি চর্চিত সৌমিতৃষা কুন্ডু। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর ঝুলিতে। তবে তিনি এখন ব্যস্ত রয়েছেন প্রথম ছবির প্রচারে। ফলে নিত্যদিন নিত্য নতুন সাক্ষাৎকারেও দেখা যাচ্ছে তিনি। নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন মন খুলে। তবে কোনও প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন, আর কোনও প্রশ্নের উত্তর অনুমান করে নেওয়া হচ্ছে বলেই এবার মিলল স্পষ্ট ইঙ্গিত। আর এই ইঙ্গিত কোথায় মিলল জানেন? খোদ সৌমিতৃষাই দিয়ে বসলেন সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ একটা পোস্ট করলেন, যেখানে লেখা ছিল, ‘ছোট করে যে লেখাটি প্রথমে আছে সেটাই আমার মুখের কথা। ‘এত নাম, খ্যাতি আর পরের কোনও কাজে ‘পাব’ কিনা জানি না!’ এরপর সৌমিতৃষা আরও লেখেন-‘আমি বিগত তিনবছর যে ভালবাসা,নাম,খ্যাতি পেয়েছি ,তার দৌলতে বহু ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছি , আর বরাবর সবখানেই যা উওর দিয়েছি , জানি এই ডানপাশের হেডলাইনের সাথে মিল পাচ্ছেন না! এটা ওই মশলা মিশ্রিত যা হয় আর কী ! মশলা ঝেরে আসল ‘জোয়ান’টা নিজেরাই বার করেছেন দেখলাম,আপনারা যে আমাকে এত ভালবাসেন , আর কোনটা আমি বলতে পারি আর কোনটা না সেটা বোঝেন , তার জন্যে আমি কৃতজ্ঞ ! যাই হোক শীত পড়েছে কেউ মশলা খাবেন না, লাইট আর হেলথি খান আর ২২ ডিসেম্বর সপরিবারে প্রধান দেখুন আর আমাকে এইভাবেই ভালোবাসুন’।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই পোস্টটি মুছে দিয়েছিলেন তিনি। কিন্তু কেন? মঙ্গলবার সকাল থেকেই এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। TV9 বাংলা এরপর সৌমিতৃষার সঙ্গে যোগাযোগ করলেন তিনি বলেন, ”সোশ্যাল মিডিয়া মেরা বাপ কা হ্যায়, জো মর্জি ম্যায় করু, যার বাংলা তর্জমা দাঁড়ায়, সোশ্যাল মিডিয়া আমার বাবার, যা ইচ্ছে তাই করতে পারি।” নিজের মন্তব্যকে ভেঙে সৌমি বলেন, সামনে অনেক ভাল ভাল কাজ করেছে। ”কী হবে দুটো খারাপ কথা লিখে? আমার সোশ্যাল মিডিয়ায় শুধু ভালই থাকবে। ভাল ভাল পোস্ট থাকবে, যা দেখে আমার দর্শকেরা আনন্দ পাবেন। বিশ্বাস করুন এর থেকে বেশি আমার এই মুহূর্তে কিছুই বলার নেই। মনে হয়েছিল লিখেছি, মনে হয়েছে মুছে দিয়েছি, এর জন্য কেন কাউকে উত্তর দেব বলুন তো…!”