AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srabanti Chatterjee: হালকা শীত পড়তেই কালিম্পংয়ে ‘হাঙ্গামা’ শ্রাবন্তীর, সঙ্গে গেলেন কে?

Srabanti Chatterjee: বরাবরই চর্চায় থাকেন শ্রাবন্তী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলে বিস্তর আলোচনা। কিছুদিন আগেই শ্রাবন্তী ও তাঁর রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর এক পোস্টকে কেন্দ্র করে চলে তুমুল হইচই।

Srabanti Chatterjee: হালকা শীত পড়তেই কালিম্পংয়ে 'হাঙ্গামা' শ্রাবন্তীর, সঙ্গে গেলেন কে?
সঙ্গে গেলেন কে?
| Edited By: | Updated on: Nov 14, 2022 | 1:07 PM
Share

শ্রাবন্তী চট্টোপাধ্যায়– টলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যতই থাকুন না কেন তাঁর সুন্দর মুখ ও মিষ্টি ব্যবহারের ভক্ত প্রচুর। এই মুহূর্তে তিনি রয়েছেন কালিম্পংয়ে। সঙ্গে রয়েছে আরও তিন কাছে মানুষ। কে রয়েছেন শ্রাবন্তীর সঙ্গে? নিছকই ঘুরতে নাকি অন্য কোনও কাজে এই কালিম্পং ভ্রমণ তাঁর। শ্রাবন্তীর নতুন ছবি আসছে। নাম ‘হাঙ্গামা’। ছবিতে শ্রাবন্তী ছাড়াও রয়েছেন ওম, বনি ও কৌশানী। ওই ছবির শুটেই আপাতত কালিম্পংয়ে রয়েছেন অভিনেত্রী। বেশ কিছু দিনের শিডিউল। তারপর আবার ঘরে ফেরা।

বরাবরই চর্চায় থাকেন শ্রাবন্তী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলে বিস্তর আলোচনা। কিছুদিন আগেই শ্রাবন্তী ও তাঁর রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর এক পোস্টকে কেন্দ্র করে চলে তুমুল হইচই। অনেকেই ধারণা করে নেন প্রেমের সম্পর্কে বুঝি শিলমোহর দিয়েই দিলেন দুজনে। ইনস্টাগ্রামে অভিরূপ লেখেন, “আমার পছন্দের মেয়েকে পাগল হতে হবে। এমন একজনকে হতে হবে যার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, আমার জন্য এতটা পাগল আর কেউ হতে পারবে না। যত বেশি পাগলামি আমার জন্য ততই ভাল। আমি এক পাগলিকে ভালবেসেছি।” এত অবধি ঠিকই ছিল। তবে কমেন্ট বক্সেই লুকিয়েছিল আসল উত্তর। ভেরিফায়েড প্রোফাইল থেকে ওই পোস্টে উত্তর দেন খোদ শ্রাবন্তী। আঁকেন ইমোজি। যে ইমোজির চোখে ঢাকা হাত দিয়ে– যেন মুখ তার লজ্জায় রাঙা। অভিরূপের প্রেমের কাহিনীতে ‘পাগলি’ আদপে শ্রাবন্তীই? সম্ভাবনা এড়ান যায় কি?

গুঞ্জন বলে কলকাতার একই বহুতলের আবাসিক তাঁরা। শোনা যায় রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতির পর শ্রাবন্তী নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁর সঙ্গেই। যদিও শ্রাবন্তীর মতে তাঁরা শুধুই ভাল বন্ধু। আইনি মতে শ্রাবন্তী ও রোশনের এখনও বিচ্ছেদ হয়নি। বিষয়টি আদালতে বিচারাধীন। গত বছরের ঘটনা। টিভিনাইন বাংলার হাতে এসেছিল এক ছবি। সেই ছবিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীর ফ্ল্যাটেই জমিয়ে চলছে অভিরূপের জন্মদিন সেলিব্রেশন। পার্টিতে দেখা গিয়েছিল অভিনেত্রীর বাবা-মা, দিদি স্মিতা চট্টোপাধ্যায়কেও। এর পর আরও বহু ছবিতে একসঙ্গে দেখা মিলেছে শ্রাবন্তী ও অভিরূপের। এমনকি তনুশ্রী চক্রবর্তীর প্রাক্তন প্রেমিক, নুসরত ও যশের সঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে শ্রাবন্তী ও অভিরূপকে। তবে নিজেদের সম্পর্কের কথা অন্তরালেই রাখতে চান তাঁরা। মাঝেমধ্যে যদিও বন্ধুত্বের ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। গোপন কথা থাকে না গোপনে।