Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হারিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন শ্রাবন্তী, কোথায় খুঁজবেন তাঁকে?

হারিয়ে যাওয়ার কথা কেন বলছেন শ্রাবন্তী? দিনভর কাজের চাপে কি পাহাড়ে বেড়াতে যেতে চাইছেন? পাহাড়েই কি খুঁজে পেতে চাইছেন, নতুন এনার্জি?

হারিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন শ্রাবন্তী, কোথায় খুঁজবেন তাঁকে?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: May 30, 2021 | 4:15 PM

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। পেশা অভিনয়। কিন্তু শুধুমাত্র অভিনয়ের কারণেই যে তিনি শিরোনামে থাকেন, তা নয়। কখনও রাজনীতি, কখনও প্রেম, কখনও বা ব্যক্তি জীবনের টুকরো ছবির মাধ্যমেই শিরোনামে জায়গা করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ার যুগে ভার্চুয়ালিও তাঁর কাজকর্মের দিকে নজর রাখেন অনুরাগীরা। এ হেন শ্রাবন্তী যদি হারিয়ে যাওয়ার কথা বলেন, তা তো অনুরাগীদের নজরে পড়বেই।

রবিবার সোশ্যাল ওয়ালে একটি পোস্ট করেছেন শ্রাবন্তী। ব্যাকগ্রাউন্ডে পাহাড়। নীলচে আলো ছবিটিকে মায়াময় করে তুলেছে। তার উপরে সাদা অক্ষরে লেখা, ‘যদি কখনও হারিয়ে যাই, পাহাড়ে খুঁজো আমায়…’।

সেকি! হারিয়ে যাওয়ার কথা কেন বলছেন শ্রাবন্তী? দিনভর কাজের চাপে কি পাহাড়ে বেড়াতে যেতে চাইছেন? পাহাড়েই কি খুঁজে পেতে চাইছেন, নতুন এনার্জি? নাকি পাহাড়ে বেড়াতে যাওয়ার স্মৃতিচারণ? ছুটি কাটিয়ে ফেরার পর যেমন মনকেমন লেগে থাকে, ঠিক যেমন বাড়ি ফেরার পর ফের শুরু হয়ে যায় পরের বারের প্ল্যান, এ কি তারই ইঙ্গিত? নাকি নিছকই মনের খেয়ালে দেওয়া এই পোস্ট?

না! কোনও কিছুই স্পষ্ট করেননি অভিনেত্রী। অনুরাগীদের বহু প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন বটে। তবে প্রকাশ্যে এখনও জবাব দেননি।

সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবন্তী। কিন্তু জিততে পারেননি। এ বারই প্রথম প্রত্যক্ষ রাজনীতির মঞ্চে পদার্পণ করেছিলেন। হেরে গেলেও রাজনীতির ময়দান ছাড়তে চান না, বলেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন। পাশাপাশি রয়েছে তাঁর অভিনয়ের কাজ। তার মধ্যেই পাহাড়ের ঠিকানায় হারিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন, ২৫ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রীর অদেখা ছবি শেয়ার করলেন ববি