Srabanti Chatterjee: ছেলে বড়ই রোম্যান্টিক, প্রেমদিবসে প্রেমিকাকে কী দিলেন অভিমন্যু?

Srabanti Chatterjee: অভিমন্যু চট্টোপাধ্যায়-- সম্পর্কে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে। ডাকনাম ঝিনুক। তিনি যে প্রেম করছেন সে খবর সকলেই জানেন। এমনকি মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ছেলের প্রেমিকার বন্ধুসম।

Srabanti Chatterjee: ছেলে বড়ই রোম্যান্টিক, প্রেমদিবসে প্রেমিকাকে কী দিলেন অভিমন্যু?
প্রেমিকাকে কী কী উপহার দিলেন শ্রাবন্তীর ছেলে?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 1:38 PM

অভিমন্যু চট্টোপাধ্যায়– সম্পর্কে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে। ডাকনাম ঝিনুক। তিনি যে প্রেম করছেন সে খবর সকলেই জানেন। এমনকি মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ছেলের প্রেমিকার বন্ধুসম। প্রেমিকার নাম দামিনী ঘোষ। প্রেমদিবস অতিক্রান্ত হল আর দামিনীকে অভিমন্যু কিছু উপহার দেবেন না তা কী করে হয়? দেরিতে হলেও উপহারের ছবি সামনে এসেছে। ওই দিন লাল পোশাকে সেজেছিলেন দামিনী। হাতে ছিল লাল গোলাপের তোড়া। চুল ছিল খোলা। সাধারণত তাঁকে উগ্র মেকআপ করতে দেখা গেলেও এ দিন যায়নি। সেজেছিলেন খুব হাল্কা ভাবেই। গালে টিন্ট, রুপোলি আভা– সব মিলিয়ে তাঁকে দেখাচ্ছিল বড়ই স্নিগ্ধ। প্রেমিকার জন্য স্পেশ্যাল কেকে আনিয়েছিলেন অভিমন্যু। তাতে লেখা ছিল ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’। সঙ্গে ছিল পানীয়ের গ্লাস। তাতে শোভা পাচ্ছিল ঠোঁটের ছাপ। ছিল হৃদয়ের মতো দেখতে আরও এক কেক। সঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন তো ছিলই। এ সবই যে অভিমন্যু করেছেন তা বলার অপেক্ষা রাখে না। দামিনীও বেজায় খুশি। আপ্লুত প্রেমিকার কথায়, “যে ভালবাসা খুঁজছিলাম ওই ভালবাসাই হয়ে উঠেছি।” তবে শত আনন্দের মধ্যেও কটাক্ষ ধেয়ে এসেছে দামিনীর দিকে। অভিমন্যুর সাম্প্রতিক কার্যকলাপের কারণে তাঁকে পড়তে হয়েছে নানা প্রশ্নের মুখে।

দিন কয়েক আগে যে আবাসনে অভিমন্যু থাকেন সেখানকারই এক আবাসিকের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। ঝামেলা ক্রমশ বাড়তে থাকায় ঘটনাস্থলে হাজির হল শ্রাবন্তী নিজেই। ছিলেন তাঁর রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। দুই পক্ষই হাজির হন আনন্দপুর থানায়। যদিও কারও নামে এফআইআর দায়ের হয়নি। নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিয়েছিলেন তাঁরা। তবে ট্রোল উড়ে এসেছে দামিনীর দিকে। ওই ঘটনা তুলে ধরেই তাঁর ভাগ্যে জুটেছে খোঁটা। তবে প্রশংসাও জুটেছে বিস্তর। অভিমন্যু যে এত্ত রোম্যান্টিক তা মেনে নিয়েছেন সকলেই।

১৮ পেরিয়ে গিয়েছেন অভিমন্যু। এই মুহূর্তে পড়াশোনা করছেন তিনি। মায়ের মতো তিনিও কি আসতে চান অভিনয় জগতে? এ প্রশ্ন টিভিনাইন বাংলা করেছিল অভিনেত্রীকে। যদিও অভিনেত্রী জানিয়েছিলেন ছেলে বেশি ভালবাসেন সঙ্গীত। তাই নিয়েই রয়েছেন তিনি। তবে ছেলে যে পেশাই বেছে নিক না কেন মা হিসেবে তিনি যে সঙ্গে আছেন জানিয়েছিলেন শ্রাবন্তী।