“চর্চা ছাড়বেন না প্লিজ”, ‘গৃহবন্দি’ মদন মিত্রকে একান্ত অনুরোধ শ্রীলেখার

কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হন মদন  মিত্র। নেটমাধ্যমে অসুস্থ মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করে ইতিবাচক দৃষ্টান্ত রাখেন বাম সমর্থক শ্রীলেখা মিত্র।

চর্চা ছাড়বেন না প্লিজ, 'গৃহবন্দি' মদন মিত্রকে একান্ত অনুরোধ শ্রীলেখার
শ্রীলেখা-মদন।
Follow Us:
| Updated on: May 21, 2021 | 2:58 PM

‘সবাই তো সুখী হতে চায়/ তবু কেউ সুখী হয়, কেউ হয় না…’ মান্না দের কণ্ঠের সেই অসামান্য গান গাইছেন মদন মিত্র। গলায় লাল ওড়না। কপালে লাল তিলক। পরনে সাদা ধুতি। চোখে হলুদ সানগ্লাস। ব্যাকগ্রাউন্ডে জানলায় টাঙানো লাল-সাদা জবার মালা। আর দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এমন এক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর যে ভাইরাল হতে বাধ্য তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবং তা-ই হয়েছিল। ভিডিয়োটি এ সময়ের নয়।

 

আরও পড়ুন ‘হেরো’ সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলিকে নিয়ে অভিনেতা অনিন্দ্য লিখলেন, “…কারও কাছে কান্তি আছে”?

 

অভিনেত্রী শ্রীলেখা মিত্র, মদন মিত্রের গানের সেই ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘এত সহজ দর্শন…সবাই যে কেন বোঝে না? আপনি চর্চা ছাড়বেন না, প্লিজ’। তারপর থেকে একের পর এক কমেন্টে কেউ লিখছেন, ‘সবাই তো জেলে যেতে চায় না, কেউ কেউ হাসপাতাল হয়ে জেলে যায়।’, আবার কেউ লিখছেন, ‘কী ভালো মানুষটা!’

 

 

কিছুদিন আগে কোভিডে আক্রান্ত হন মদন  মিত্র। নেটমাধ্যমে অসুস্থ মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করে ইতিবাচক দৃষ্টান্ত রাখেন বাম সমর্থক শ্রীলেখা মিত্র। শ্রীলেখার ছোট্ট বার্তা শাসকদলের প্রাক্তন মন্ত্রীকে, ‘মদনদা, সেরে উঠুন। খেলতে হবে আরও অনেক দিন’। অভিনেত্রীর মতে, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকবেই। তবু তাঁর আন্তরিক কামনা, দ্রুত সেরে উঠুন মদন মিত্র।

করোনা থেকে সেরে ওঠার পর মদন মিত্র ভিডিয়ো করে শ্রীলেখাকে ধন্যবাদও জানিয়েছিলেন।

গত ১৭ মে সোমবার নারদকাণ্ডে গ্রেফতার হন চার হেভিওয়েট নেতা। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র। এদের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তিও ছিলেন। আজ নারদ মামলায় গৃহবন্দি করার নির্দেশ দিল হাইকোর্ট। এই মামলায় উচ্চতর বেঞ্চ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত চারজনকেই গৃহবন্দি থাকতে হবে।