মেয়ের জন্মের ২২ দিনের মাথায় ছেলেকে নিয়ে কোথায় ছুটলেন শুভশ্রী?

Dec 22, 2023 | 2:04 PM

Subhashree-Raj: সন্তান জন্মের কয়েকদিন আগেও করেছেন কাজ। হাসপাতাল থেকে ছবিও করেছিলেন শেয়ার। চলতি বছর ১ ডিসেম্বর ইয়ালিনি জন্মগ্রহণ করে। মাত্র কয়েকদিন বিশ্রাম নিয়েই আবারও মাঠে নেমে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মেয়ের জন্মের ২২ দিনের মাথায় ছেলেকে নিয়ে কোথায় ছুটলেন শুভশ্রী?

Follow Us

শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিপাড়ার অন্যতম সেলেব। কেরিয়ারের পাশাপাশি দিব্যি ব্যক্তি জীবন গুছিয়ে নিয়েছেন তিনি। প্রেম, বিয়ে, সন্তান সবটাই হয়েছে সময় ও পরিকল্পনা মাফিক। প্রথম সন্তান ইউভান জন্মের তিন বছরের মাথায় দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্ম দিয়েছেন তিনি। তবে মা হিসেছে এখন পরিণত শুভশ্রী। প্রথম সন্তান জন্মের সময় যে যে ভুল করেছিলেন, এবার তিনি তার ধারকাছ দিয়েও যাননি। ফলে একটা সময় চরম ট্রোলের শিকার হওয়া শুভশ্রীকে কেন্দ্র করে এবার শুধুই শুভচ্ছা ও প্রশংসার বন্যা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবার অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতেই করেছেন সমস্ত কাজ। শুচিং থেকে শুরু করে ছেলেকে নিয়ে দৌরঝাঁপ করা, বিজ্ঞাপনে কাজ করা, একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকায় থাকা, কিছুই বাদ পড়েনি তালিকা থেকে। পাশাপাশি বিভিন্ন সেলিব্রেশন ও পার্টিতেও দেখা গিয়েছিল তাঁকে।

সন্তান জন্মের কয়েকদিন আগেও করেছেন কাজ। হাসপাতাল থেকে ছবিও করেছিলেন শেয়ার। চলতি বছর ১ ডিসেম্বর ইয়ালিনি জন্মগ্রহণ করে। মাত্র কয়েকদিন বিশ্রাম নিয়েই আবারও মাঠে নেমে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চেহারায় জেল্লা দেখলে অবাক হতে হয়। শুভশ্রীর রূপ যেন ফেতে পড়ছে। এবার একটি টি সঙ্গে হটপ্যান্টে ফ্রেমবন্দি হলেন তিনি।

কোথায় গেলে ২২ বছরের মেয়েকে ছেড়ে? নাহ, কোথাও ঘুরতে যাননি তিনি, ছেলেকে ছুটির মরশুমে একটা দিন সময় দেওয়া। কিছুটা সময় করে তিনি ইউভানকে নিয়ে পৌঁছে গেলেন আইসক্রিম পারলারে। সেখান থেকেই একগুচ্ছ ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। যেখানে সকলেই শুভশ্রীকে দেখে এক কথায় অবাক। নিজের চোখকে যেন কেউ বিশ্বাস করতে পারছিলেন না। তবে শুভশ্রী যে বেশ সুস্থ রয়েছেন, তা প্রমাণ হয়ে গেল তাঁকে দেখা মাত্রই।

Next Article