AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuvaan: সকাল-সকাল কী করে ছোট্ট ইউভান, শুভশ্রীর পোস্ট ভাইরাল

Tollywood Gossip: ছোট্ট ইউভান যোগা ম্যাটে শরীরচর্চা করতে ব্যস্ত। তাকে দেখে মুগ্ধ সকলেই। প্রশংসার বন্যা বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে কাজ ও সংসার দুই সমান হাতে সামলাচ্ছেন তিনি। মাঝে মধ্যে ইউভানের দেখাও মেলে শুটিং সেটে। প্রলয় সেটে রাজের সঙ্গে ইউভানকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।

Yuvaan: সকাল-সকাল কী করে ছোট্ট ইউভান, শুভশ্রীর পোস্ট ভাইরাল
সেই কারণেই অভিনেত্রী এখন সাধ ভক্ষণ করছেন চুটিয়ে। প্রিয়জনেরা পালা করে তাঁকে সাধ খাওয়াচ্ছেন।
| Updated on: Nov 30, 2023 | 5:45 PM
Share

জয়িতা চন্দ্র

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর প্রথম সন্তান ইউভান, সকলের চোখের সামনেই একপ্রকার বড় হয়ে উঠল। তাকে ছোট থেকেই দেখছেন দর্শকেরা। জন্মলগ্ন থেকেই তৈরি হয়ে গিয়েছিল তার ফ্যানপেজ। যদিও এই বিষয় কখনই খুব একটা রাখঢাক করতে দেখা যায়নি শুভশ্রীকে। ছোট থেকেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কখনও তার স্কুলে যাওয়ার ছবি, কখনও আবার প্রকাশ্যে এসেছে তার প্রথম গান, তার জন্মদিনের পার্টির ছবি প্রভৃতি। বলিউড সেলেব ট্রেন্ডের মতো, তিনি তাঁর সন্তানকে লুকিয়ে রাখার পরিকল্পনা কখনই করেননি। ফলে ইউভানের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সকলের সামনেই বেড়ে উঠছে সে। এখন অপেক্ষার কবে আসবে নতুন খেলার সঙ্গী। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা।

দ্বিতীয় সন্তান শীঘ্রই জন্ম দিতে চলেছেন শুভশ্রী। তবে এই সময়ও শরীরকে সক্রিয় রেখেছেন তিনি। করছেন শুটিং। ঘুম থেকে উঠে করছেন শরীরচর্চা। ইউভানের সমস্ত দায়িত্ব করছেন পালন। পাশাপাশি ইউভানের দিনভর রুটিনেও রাখছেন কড়া নজর। লেখাপড়ার পাশাপাশি ছোট্ট ইউভানকে তিনি শিখিয়েছেন শরীর চর্চাটা কতটা নিত্যদিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এবার ঘুম ভেঙে ইউভান কী করে, সেই ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

ছোট্ট ইউভান যোগা ম্যাটে শরীরচর্চা করতে ব্যস্ত। তাকে দেখে মুগ্ধ সকলেই। প্রশংসার বন্যা বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে কাজ ও সংসার দুই সমান হাতে সামলাচ্ছেন তিনি। মাঝে মধ্যে ইউভানের দেখাও মেলে শুটিং সেটে। প্রলয় সেটে রাজের সঙ্গে ইউভানকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। শুভশ্রীর কথায়, তাঁরা যতটা সম্ভব বেশি সময় দেওয়ার চেষ্টা করেন ইউভানকে। তাই অবসর সময়টা শুভশ্রী ফোন থেকে নিজেকে সরিয়ে রাখেন, থাকেন ছেলের সঙ্গেই।