রাজ কাপুরের আচরণে পৌরুষের অভাব! বিরক্ত সুচিত্রা নেন বড় সিদ্ধান্ত

Dec 25, 2023 | 9:02 PM

Suchitra Sen: এত বছর কেটে গিয়েছে, তবু আজও মহানায়িকার জীবন নিয়ে ভক্তদের মনে উৎসাহ এক বিন্দু কমেনি। চিরকাল নিজের জীবন নিয়ে খুব একটা খোলাখুলি কথা বলেননি সুচিত্রা সেন। তবু রাজ কাপুরের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও এর পরের এক অনভিপ্রেত ঘটনার কথা আজও কান পাতলেই শোনা যায় বলিউড ও টলিউডের অন্দরে।

রাজ কাপুরের আচরণে পৌরুষের অভাব! বিরক্ত সুচিত্রা নেন বড় সিদ্ধান্ত
বিরক্ত সুচিত্রা নেন বড় সিদ্ধান্ত

Follow Us

 

এত বছর কেটে গিয়েছে, তবু আজও মহানায়িকার জীবন নিয়ে ভক্তদের মনে উৎসাহ এক বিন্দু কমেনি। চিরকাল নিজের জীবন নিয়ে খুব একটা খোলাখুলি কথা বলেননি সুচিত্রা সেন। তবু রাজ কাপুরের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও এর পরের এক অনভিপ্রেত ঘটনার কথা আজও কান পাতলেই শোনা যায় বলিউড ও টলিউডের অন্দরে। কী ঘটেছিল? অমিতাভ চৌধুরীর লেখা ‘আমার বন্ধু সুচিত্রা সেন’ এই বইটিতেই তুলে ধরা হয়েছিল ঘটনাটি। জানা যায়, এক বড় ছবির মুখ্য চরিত্রের অফার নিয়ে সুচিত্রার বাড়ি পৌঁছে গিয়েছিলেন রাজ কাপুর। সুচিত্রা জানান, আচমকাই বসার জায়গা থেকে উঠে দাঁড়ান রাজ কাপুর। এর পরেই সুচিত্রার পায়ের কাছে এসে বসে পড়েন তিনি। হাতে তখন তাঁর এক মস্ত বড় ফুলের তোড়া।

সুচিত্রার মন জয় করতে চেয়েছিলেন রাজ কাপুর, কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক তাঁর উল্টোটা। রাজ কাপুরের এই ফুল হাতে বসে পড়া মোটেও পুরুষোচিত মনে হয়নি তাঁর। তাঁর ব্যক্তিত্বই মনে ধরেনি সুচিত্রার। আর সেই কারণে রাজের ছবির অফার ফিরিয়ে দেন তিনি।

সে সময় রাজ কাপুর সুপারস্টার। তিনি বাড়ি বয়ে এসে অফার দিচ্ছেন, এ ঘটনা সচারাচর দেখা যেত না। আর তাঁকেই কিনা ফিরিয়ে দিয়েছেন সুচিত্রা? তখন এই নিয়ে কম আলোচনা হয়নি। অনেকেই তাঁকে ‘অহংকারী’ তকমাও দিয়ে দেন। যদিও অনেকেই বলেছিলেন, তিনি যা করেছেন, তা এক্কেবারে সঠিক।

 

 

 

 

Next Article