স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম মানেই খবরের শিরোনাম আর একের পর এক বিতর্কিত বিষয়। সিনেমা থেকে সিরিজ… একের পর এক প্ল্যাটফর্মে অভিনয়ের দক্ষতায় দর্শকের মনে রাজত্ব করেন স্বস্তিকা। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে স্বস্তিকা নিজের অভিনয়ের ধ্বজা উড়িয়ে চলেছেন বিগত বেশ কয়েক বছর ধরে। কাজ করতে গেলে পরীক্ষা দিয়ে তা পেতে হয়, তা নিয়ে স্বস্তিকার কোন ব্যাগেজ নেই। তবে না চাইতেও প্রতি মুহূর্তে স্বস্তিকা সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতেই। সম্প্রতি অভিনেত্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে অনুপম খেরকে দেখে একটি টুইটার করেন, যদিও তাঁর টুইটে অনুপম খেরের নাম নেননি স্বস্তিকা। সেই নিয়েই পড়ে যায় শোরগোল। এবার নিজের সেই টুইট নিয়ে TV9 বাংলার কাছে মুখ খুললেন স্বস্তিকা।
গত ৮ জুলাই আচমকাই অনুপম খেরকে কবিগুরুর বেশে দেখে চমকে গিয়েছিল নেটপাড়া। সেই লুক এতটাই আকর্ষণীয় ছিল যে, অনেকে বুঝেই উঠতে পারেননি রবি ঠাকুরের বেশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি আসলে অভিনেতা অনুপম খের। সেই ছবি দেখেই টুইট করেন স্বস্তিকা। অনুপম খেরের রবীন্দ্রনাথ সাজা নিয়ে টুইটে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, “রবি ঠাকুরকে ছেড়ে দিন।” রবীন্দ্রনাথের সেই লুক সামাজিক মাধ্যমে ঝড় তোলে। নেটিজেনরাও নানা মন্তব্যে ভরিয়ে দেন। তবে অভিনেত্রী আর কিছুই লেখেননি। সেই সময় একের পর এক প্রশ্নে জেরবার হন অভিনেত্রী। একই প্রশ্ন যখন TV9 বাংলার তরফ করা হয় তখন হেসে স্বস্তিকা বলেন, “এই নিয়ে পাঁচ জন একই প্রশ্ন করছেন। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, অনুপম খের অনেক অত্যন্ত গুণী অভিনেতা। শুধু অনুপম খের কেন, যে কেউই রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পারেন। তবে আমি বলতে চেয়েছিলাম, এখন তো প্রচুর প্রপাগ্যান্ডা ছবি হচ্ছে। সেই প্রপাগ্যান্ডা থেকে রবি ঠাকুরকে অন্তত দূরে রাখাই ভাল।”
সামান্য হেসে স্বস্তিকার আরও সংযোজন, “আমাদের জীবনের সঙ্গে, যাপনের সঙ্গে জড়িয়ে আছেন কবিগুরু। তাকে নিয়ে যেন কোনও প্রপাগ্যান্ডা ছবি বা অন্য কিছু না হয়। আমার সম্পূর্ণ কথা লেখা উচিত ছিল টুইটে। এই কথা শেষ করেই আবার টুইট করেন দেব।” জাতীয় স্তরে কাজ করছেন অভিনেত্রী। তাঁর মতে, তিনি সাধারণ কথাই বলেন, তবে সব বিষয়কে মিডিয়া আর সাধারণ মানুষ বিতর্কিত কোরে তোলেন। অভিনেত্রী আরও বলেন, “আশা করি এবার নেটিজেনদের ভাবনার বিষয়েও পরিবর্তন হবে।” অভিনয়, পরিবার আর বন্ধুদের নিয়ে আপাতত হইহুল্লোড় করেই জীবনকে সেলিব্রেট করে চলেছেন স্বস্তিকা।