‘বোনুয়া’ বদল! মিমি নয়, শ্রাবন্তী-তনুশ্রীর সঙ্গেই সময় কাটছে নুসরতের

দিন কয়েক আগে অন্তঃসত্ত্বা নুসরতের যে ছবি ভাইরাল হয়েছিল তাতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকেও। ছিলেন তনুশ্রীও। তনুশ্রীর প্রেমিকের বাড়িতে যে পার্টির ছবি প্রকাশ্যে এসেছিল তাতেও দেখা মিলেছিল যশ-নুসরতের।

'বোনুয়া' বদল! মিমি নয়, শ্রাবন্তী-তনুশ্রীর সঙ্গেই সময় কাটছে নুসরতের
তিন বন্ধু
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 9:50 AM

টলিপাড়ায় একদা ‘বোনুয়া’দের বন্ধুত্বে নাকি চিড় ধরেছে সে খবর বিগত বেশ কিছু মাস ধরেই ঘুরছে আনাচে কানাচে। দুই ‘বোনুয়া’ যদিও প্রকাশ্যে এ নিয়ে মুখ খোলেননি কখনও। ওঁরা দুইজন নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। একে অপরকে ওই নামেই ডেকে থাকেন তাঁরা। টলিপাড়ার খবর, বিধানসভা নির্বাচনের আগে থেকেই নুসরতের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়েছে অন্য দুই টলি সুন্দরীর সঙ্গে। তাঁরা হলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী। এ বার তনুশ্রীর প্রোফাইলেও তার আভাস মিলল।

একটি ছবি শেয়ার করেছেন তনুশ্রী। সেই ছবিতেই দেখা যাচ্ছে, নতুন বন্ধুত্বের ,মুহূর্ত। এক ফ্রেমে ধরা দিয়েছেন তনুশ্রী, নুসরত এবং শ্রাবন্তী। হলদে আলো আর শ্রাবন্তীর লাল লিপস্টিক তাতে যোগ করেছে অন্য মাত্রা। ছবি শেয়ার করে দুই বন্ধুকে ট্যাগও করেছেন তনুশ্রী। মিমি যদিও ‘সিনে’ নেই।

View this post on Instagram

A post shared by Tnusree C (@tonushree_10)

দিন কয়েক আগে অন্তঃসত্ত্বা নুসরতের যে ছবি ভাইরাল হয়েছিল তাতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকেও। ছিলেন তনুশ্রীও। তনুশ্রীর প্রেমিকের বাড়িতে যে পার্টির ছবি প্রকাশ্যে এসেছিল তাতেও দেখা মিলেছিল যশ-নুসরতের। মিমিকে দেখা যায়নি কোথাও। অথচ নুসরতের ডেস্টিনেশন ‘বিয়ে’ (নুসরত জানিয়েছেন সহবাস)-তে টলিপাড়া থেকে আমন্ত্রিত ছিলেন শুধুমাত্র মিমি চক্রবর্তী। শুধু আমন্ত্রিতই নন, নিজের পরিবারের প্রিয়জনের মতোই সামলেছিলেন সব দায়িত্ব। তাঁদের এই হঠাৎ নীরবতায় কিছুটা হলেও অবাক টলিপাড়ার অন্দর থেকে অনুরাগী।

আরও পড়ুন-পহেলগাঁও, সোনমার্গ…প্রেমিকাকে নিয়ে কাশ্মীর ভ্রমণ শ্রাবন্তীর ছেলের