Madhabi Mukherjee: সুস্থ আছেন মাধবী মুখোপাধ্যায়, হাসপাতাল থেকে ছাড়া পেলেন, ফিরলেন বাড়ি
Madhabi Mukhopadhyay Discharged: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় নিজেই কথা বলেছেন সকলের সঙ্গে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাধবী মুখোপাধ্যায়। তাঁকে ছাড়া হল অনেক পর্যবেক্ষণের পর। সুস্থ আছেন সত্যজিৎ রায়ের নায়িকা বর্ষীয়ান এই তারকা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় নিজেই কথা বলেছেন সকলের সঙ্গে। বেসরকারি হাসপাতালের পরিষেবায় তিনি যে খুশি হয়েছেন, তা জানিয়েছেন নিজের মুখেই। মাধবী বলেছেন, “আগে অনেকবারই এসেছি। তাপস অসুস্থ ছিল, সেই জন্য।মাদার টেরেসা এখানে ছিলেন। সলিল চৌধুরীও এখানে ভর্তি ছিলেন। এই হাসপাতালের সুনাম বহুকালই আছে। আরও একটি খুব আনন্দের খবর হল, এখানেই আমি আমার নাতনিকে খুঁজে পেয়েছি। আমার নাতনির জন্ম হয়েছে এখানে। এই হাসপাতালকে আমার বাড়ির মতো মনে হয়। পরিষেবা অসাধারণ। সারাক্ষণই খোঁজ নিয়েছেন। কাজেই সব দিক থেকেই আমার মনে হয় যে এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না।”
দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তাঁর শরীরে রক্তাল্পতা দেখা গিয়েছিল। ছিল দুর্বলতা। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে ছিল না। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, বেশ কিছু দিন সেখানেই থাকবেন তিনি।
এ বিষয়ে আগেই TV9 বাংলাকে মাধবীর কন্যা মিমি ভট্টাচার্য বলেছিলেন, “আমি আসলে একটু আগে থেকেই ভর্তি করি মাকে সবসময়। প্যারামিটারগুলো সবসময় মেপে রাখি। যে মুহূর্তে মা বলল শরীর ভাল লাগছে না, আমি ডাক্তারকে জানাই, আর ডাক্তারও সঙ্গে-সঙ্গে মাকে হাসপাতালে ভর্তি করতে বলেন। আমিও আর দেরি করিনি।”
করোনা কালে শুটিং থেকে বিরতি নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু মাস খানেক আগে আবারও শুটিং ফ্লোরে দেখা গিয়েছিল তাঁকে। পরিচালক প্রমিতা ভৌমিকের ‘প্রবাহ’ নামক ছোট ছবিতে শুটিং করতে দেখা যায় তাঁকে। অভিনয় করতে দেখা গিয়েছিল ভাস্বর চট্টোপাধ্যায়ের এক মিউজিক ভিডিয়োতে।