Tollywood Gossip: ‘ও আমার বোন ছাড়া আর কিচ্ছু নয়,’ মিশমিকে নিয়ে রণজয়ের সাফ কথা
Ronojoy Bishnu-Mishmee Das: সম্প্রতি সৌরভ দাস-দর্শনা বণিকের বিবাহ বাসরে অভিনেত্রী সোহিনী সরকারের প্রাক্তন প্রেমিক রনজয় বিষ্ণু এবং সিরিয়ালের খলনায়িকা মিশমি দাসের সেই 'ঘনিষ্ঠতা' ছিল অনেকেরই চোখে পড়ার মতো। এতটাই কাছাকাছি এসে কথা বলছিলেন তাঁরা, যে তাঁদের শরীরী ভাষা দেখে অনেকেই দু'য়ে-দু'য়ে চার করতে শুরু করেন: কিছু নিশ্চয়ই 'চলছে'।
‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে…’ বসন্তের প্রেম নিয়ে সুপারহিট বাংলা গানে রয়েছে ‘নয়নে… নেশা’র কথা। কিন্তু বসন্তের আগে শীতের শুরুতেই ইন্ডাস্ট্রির অনেকের ‘নয়ন’-এ ‘নেশা’ ধরিয়েছে দুই তারকার ‘ঘনিষ্ঠতা’। সেই ‘ঘনিষ্ঠতা’র খবর প্রকাশ করেছে TV9 বাংলা (১৭ ডিসেম্বর, রবিবার)। সম্প্রতি সৌরভ দাস-দর্শনা বণিকের বিবাহ বাসরে অভিনেত্রী সোহিনী সরকারের প্রাক্তন প্রেমিক রনজয় বিষ্ণু এবং সিরিয়ালের খলনায়িকা মিশমি দাসের সেই ‘ঘনিষ্ঠতা’ ছিল অনেকেরই চোখে পড়ার মতো। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের বিলাসবহুল বিয়েবাড়িতে প্রথমে এসেছিলেন রণজয়। তার পর আসেন মিশমি। প্রত্যক্ষদর্শীদের কারও-কারও মতে, মিশমি ভেন্যুতে আসামাত্রই রণজয়কে দৃশ্যত আগের তুলনায় বেশ কিছুটা আবেগপূর্ণ দেখায়। সমস্ত মনোযোগ চলে যায় তাঁর দিকে। গোটা বিয়েবাড়িতে অন্যান্য পরিচিত অভিনেতা-অভিনেত্রী একে-অপরের সঙ্গে গল্পে করছিলেন যেখানে, সেখানে জুটিতে দেখা যাচ্ছিল রণজয়-মিশমিকে। এতটাই কাছাকাছি এসে কথা বলছিলেন তাঁরা, যে তাঁদের শরীরী ভাষা দেখে অনেকেই দু’য়ে-দু’য়ে চার করতে শুরু করেন: কিছু নিশ্চয়ই ‘চলছে’।
এই বিষয়টি নিয়ে TV9 বাংলার কাছে মুখ খুলেছেন রণজয় বিষ্ণু। তাঁর এবং মিশমির ‘ঘনিষ্ঠতা’ নিয়ে রণজয় স্পষ্টই জানিয়েছেন, মিশমি তাঁর বোন। একটি নতুন সিরিয়ালে তাঁরা ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন। বলেছেন, “কেন মানুষ আমাকে এত গুরুত্ব দিচ্ছে, আমি সত্যিই জানি না। মিশমির সঙ্গে আমার সম্পর্কের রটনা দেখে খুবই অস্বস্তি হচ্ছে আমার। মনে হচ্ছে, এটা কী এবং কেন রটেছে।” এরপর রণজয়ের সংযোজন, “মিশমি আমার সঙ্গে নতুন ধারাবাহিকে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে বোনের চরিত্রে অভিনয় করছে। সৌরভ-দর্শনার বিয়েতে গিয়েই জানতে পারি যে, আমাদের দু’জনকেই ওরা ডেকেছে। আমাদের একসঙ্গে দেখে এতকিছু রটে গেল, মাই গড। ও আমার বোন ছাড়া আর কিচ্ছু নয়।”
অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর রণজয় বিষ্ণুকে নিয়েও কম জলঘোলা হয়নি। সোহিনীর সঙ্গে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক তৈরি হওয়ার পরও রণজয় বিষ্ণুকে নিয়ে নানা আলোচনা হয়েছে। সবটা দেখেই তিনি তিতিবিরক্ত হয়ে বলেছেন, “আমি জানি, কেন আমাকে নিয়ে এত আলোচনা। কিন্তু বিশ্বাস করুন, বিগত কয়েকমাস ধরে আমি সত্যিই অবাক হচ্ছি। কত কী যে দেখছি।”