Sreelekha Mitra: কেবল রুক্মিণী নন, বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখাও

Noti Binodini: রামকমল মুখোপাধ্যায়ের নটী বিনোদিনীর অন্যতম প্রযোজকের নাম দেব। ছবিটি তৈরির ঘোষণার কিছুদিন পর হিন্দি ছবির বাঙালি পরিচালক প্রদীপ সরকারও ঘোষণা করেন তিনিও তৈরি করছেন বিনোদিনীর বায়োপিক। সেই ছবিতে আবার অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত।

Sreelekha Mitra: কেবল রুক্মিণী নন, বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখাও
শ্রীলেখা মিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 12:36 PM

সোমবার (১৩.০২.২০২৩) নটী বিনোদিনীর পোস্টার বেরিয়েছে। সেখানে প্রকাশ্যে এসেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর লুক। কিংবদন্তি নাট্যব্যক্তিত্বর জীবনীধর্মী ছবিতে রুক্মিণীকেই দেখা যাবে বিনোদিনীর চরিত্রে। সেই নিয়ে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে প্রশিক্ষণও নিয়েছেন তারকা। সেই লুক দেখার পর সোমবারই তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন টলিউডের আরও এক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খানিকটা কটাক্ষের সুরেই তিনি লিখেছিলেন, “রোগা ছিলেন কি বিনোদিনী? ক্যাজ়ুয়াল প্রশ্ন আমার জিকে বাড়াতে… এমনিতেই শত্তুরের অভাব নেই। পার্সোন্যালি নেবেন না প্লিজ়।”

তারপর মঙ্গলবার (১৪.০২.২০২৩) সুমন ঘোষের তৈরি ‘কাদম্বিনী’ ছবিতে তাঁর পারফরম্যান্সের কিছু ছবি শ্রীলেখা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ‘কাদম্বিনী’তে এবং ফেসবুকে লিখেছেন, “কোনও এক সময়ে বিনোদিনীর চরিত্রে সুমন ঘোষের ছবিতে, আমি তোমাদের জিকে দিদি। অরিত্র দাস বিনোদিনীর সম্পর্কে পুরো পড়াশোনা করা আমার সেটা আজ থেকে নয়। স্কুলে পড়তে যখন বাবা নাটক করেছিল, নটী বিনোদিনী নিয়ে তখন থেকে। আর কাউকে অপমান করতে আমি পোস্ট দিইনি। সেটা আমি করি না। সমালোচনা করা আর অপমান করা, দুটো এক জিনিস নয়। আমায় জিকে দিদি, ইত্যাদি না বলে ছবিটা ভাল ভাবে বানাও। সত্যি রামকমল মুখোপাধ্যায় আমার মতো যাঁদের মাথার উপর রামদেব বাবাদের হাত নেই, তাঁরা এমনিতেও চুপ করে যাবে। টিমকে জানাই অনেক শুভ কামনা। বাংলা ছবির পাশে….”

রামকমল মুখোপাধ্যায়ের নটী বিনোদিনীর অন্যতম প্রযোজকের নাম দেব। ছবিটি তৈরির ঘোষণার কিছুদিন পর হিন্দি ছবির বাঙালি পরিচালক প্রদীপ সরকারও ঘোষণা করেন তিনিও তৈরি করছেন বিনোদিনীর বায়োপিক। সেই ছবিতে আবার অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত।