Yash-Nusrat Relationship: প্রেমদিবসে নুসরতকে কী উপহার দিলেন যশ?

Relationship: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তাঁরা। তাই তাঁদের পোস্ট ও প্রেমকাহিনিকে নজরে রাখতে নিত্য ভক্তদের আনাগোনা লেগেই থাকে তাঁদের ফেসবুক-ইনস্টা পেজ়ে।

Yash-Nusrat Relationship: প্রেমদিবসে নুসরতকে কী উপহার দিলেন যশ?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 12:47 PM

অভিনেতা যশ ও অভিনেত্রী নুসরত জাহানের প্রেমকাহিনি টলিপাড়ায় সর্বাধিক চর্চিত। ছবির সেট থেকেই প্রথম কাছাকাছি আসা। বিবাহিত নুসরতের প্রেম পেয়েছিল পরকীয়ার তকমাও। এরপর একে একে নানা বিতর্কে জড়ালেও একে অপরের হাত তাঁরা কখনও ছাড়েননি। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে সকল চর্চাকে এড়িয়ে গিয়েছেন একটা সময়। না কেবল বিয়ে ভেঙে সম্পর্কে আসা নয়, সঙ্গে খবর ছড়িয়ে পড়ে নুসরত জাহান অন্তঃসত্ত্বা। তা নিয়েও শুরু হয়ে যায় নানান জল্পনা। কটাক্ষের শিকার হতে হয় তাঁদের বারে বারে। যদিও সম্পর্কের মাঝে আসতে থাকা ঝড় কীভাবে সামাল দিতে হয়, তা তাঁদের খুব ভাল করেই জানা। তবেই তো সকলের সামনেই তাঁরা একসঙ্গে সংসার করে প্রমাণ করে দিলেন, মনের মানুষকে কাছে পেলে যে কোনও কঠিন পরিস্থিতিই অনায়াসে পেরিয়ে যাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তাঁরা। তাই তাঁদের পোস্ট ও প্রেমকাহিনিকে নজরে রাখতে নিত্য ভক্তদের আনাগোনা লেগেই থাকে তাঁদের ফেসবুক-ইনস্টা পেজ়ে। প্রেমদিবসেও তার ব্যতিক্রম হল না। আবার উল্টো ছবিটাও বর্তমান। নুসরত জাহান ও যশও নিজেদের আপডেট দিতে পিছপা হন না। তাই মনের মানুষকে ভালবাসার দিনে কী দিলেন যশ তাও সাত সকালে হয়ে গেল ফাঁস।

এক গোছা তরতাজা ফুল। একটি ফুলের বোকে বানিয়ে নুসরতকে এদিন উপহার দিয়েছেন যশ। যা দেখা মাত্রই ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিলেন। যদিও যশ কী উপহার পেল, তা এখনও পর্যন্ত গোপনেই রয়েছে। ভক্তদের ভালবাসার চিঠিও শেয়ার করে নিলেন এদিন অভিনেত্রী। তাঁদের প্রেমকাহিনি এক কথায় বলতে গেলে সকলের কাছেই বেশ চর্চিত হলেও বর্তমানে তা অতীত। এখন টলিপাড়ায় চুটিয়ে গাছ করছেন জুটি। সম্প্রতি বলিউডেও ডেবিউ হয়ে গিয়েছে যশের। অন্যদিকে নুসরতের আগামী ছবির খবরের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা।