AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ankush Hazra: প্রেমিকা ঐন্দ্রিলা নন, তা হলে নিরালায় অঙ্কুশের বাহুডোরে এই মহিলা কে? কী তাঁর পরিচয়?

Ogo Bideshini: চোখ কপালে ওঠার মতো বিষয় এই যে, এতটা ঘনিষ্ঠ হয়ে অঙ্কুশ ছবি পোস্ট করেন তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গেই।

Ankush Hazra: প্রেমিকা ঐন্দ্রিলা নন, তা হলে নিরালায় অঙ্কুশের বাহুডোরে এই মহিলা কে? কী তাঁর পরিচয়?
| Edited By: | Updated on: Oct 28, 2022 | 4:09 PM
Share

কোনও এক নিরালায়! তিনি আছেন এবং তাঁর বাহুডোরে আছেন অন্য এক নারী। কিন্তু সেই নারী ভারতীয় নন। তিনি বিদেশিনী। তাঁকে দেখে আপনি গেয়ে উঠতেই পারেন রবি ঠাকুরের সেই অতি পরিচিত গান ‘ওগোওওও বিদেশিনীইইই’। তবে চোখ কপালে ওঠার মতো বিষয় এই যে, এতটা ঘনিষ্ঠ হয়ে অঙ্কুশ ছবি পোস্ট করেন তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গেই। তা হলে এই মহিলা কে?

তাঁর নাম অ্যালেকজ়্যান্ড্রা। তিনি অঙ্কুশের নায়িকা। ব্যস, ওইটুকুই। এসকে মুভিজ়ের নতুন ছবি ‘ওগো বিদেশিনী’তে তিনি রয়েছেন অঙ্কুশের বিপরীতে। শুক্রবার ছবির গান রিলিজ় করবে। তাঁর আগে সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ পোস্ট করেছেন এই ছবি। ক্যাপশনে লিখেছেন, “আমরা আসছি আজ সন্ধ্যা ৬টায়। আমাদের নতুন গান নিয়ে।” সেই সঙ্গে অঙ্কুশ এও জানিয়েছেন, ‘ওগো বিদেশিনী’ মুক্তি পেতে চলেছে নভেম্বর মাসের ১৮ তারিখ।

এই পোস্টটির আগে প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন অঙ্কুশ। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘মিস ইউ’। তবে প্রেমিকাকে মিস করার কথা বলেননি তিনি। ঐন্দ্রিলার সঙ্গে যে ধরনের দুষ্টু-মিষ্টি রসিকতার পোস্ট করেন অঙ্কুশ, এটি সে রকমই। অভিনেতা বলতে চেয়েছেন, তিনি তাঁর লম্বা দাঁড়ি মিস করছেন।

তার আগে বাড়িতে ভাইফোঁটা পালনের ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। ছবিতে বোন পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তাঁকে। মজার ছলে অঙ্কুশের ক্যাপশন, ‘নাহ্, বয়েসটা হচ্ছে এবার। ভাইফোঁটার অনেক-অনেক শুভেচ্ছা সবাইকে’।

এতদিনে এটুকু জেনে গিয়েছেন অনেকেই যে, অঙ্কুশ এখন কেবলই অভিনেতা নন। তিনি এখন একজন প্রযোজকও। তাঁর প্রযোজনা সংস্থার নতুন ছবির ঘোষণাও ঘটা করে সেরে ফেলেছেন অভিনেতা। ঘোষণা পর্ব মিটিয়ে অঙ্কুশ বেড়াতে গিয়েছিলেন ইউরোপে। দোসর হিসেবে সঙ্গে গিয়েছিলেন প্রেমিকা ঐন্দ্রিলাও।