Abhishek Chatterjee Demise: আর্থিক কষ্টে লোকের থেকে সাহায্য নিয়ে মিথ্যা রটনা, অভিষেকের স্ত্রীর খোলা চিঠি, ‘গুজবে কান দেবেন না’

Sanjukta Chattopadhyay on Abhishek Chattopadhyay Demise: শোকের পাশাপাশি অভিনেতার অর্থনৈতিক অস্বচ্ছলতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিষয়টি নজর এড়ায়নি অভিনেতার স্ত্রী ও ব্যাঙ্কার সংযুক্তা চট্টোপাধ্যায়ের।

Abhishek Chatterjee Demise: আর্থিক কষ্টে লোকের থেকে সাহায্য নিয়ে মিথ্যা রটনা, অভিষেকের স্ত্রীর খোলা চিঠি, 'গুজবে কান দেবেন না'
অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে সংযুক্তা চট্টোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2022 | 6:45 PM

২৪ মার্চ প্রয়াত হন বাংলার বিনোদন জগতের জনপ্রিয় ও সু-অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chattopadhyay)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ ও তাঁর অনুরাগীরা। শোকের পাশাপাশি অভিনেতার অর্থনৈতিক অস্বচ্ছলতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিষয়টি নজর এড়ায়নি অভিনেতার স্ত্রী ও ব্যাঙ্কার সংযুক্তা চট্টোপাধ্যায়ের। শোকের মধ্যে এই বিষয়টি নিয়েও বিস্তর খারাপ লাগা তৈরি হয়েছে অভিনেতা-পত্নীর মনে। তিনি এতটাই ব্যথিত হয়েছেন, যে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখেছেন জনগণকে। অভিষেকের প্রোফাইল থেকেই চিঠিটি পোস্ট করেছেন সংযুক্তা। কী লিখেছেন তাতে?

ইংরেজিতে লেখা সংযুক্তার খোলা চিঠির বয়ান অনুযায়ী:

“আমি সকলকেই অনুরোধ করব এই কঠিন সময় আমাকে ও আমার কন্যা সাইনাকে (ডাকনাম ডল) আপনারা শোকের জন্য সময় দিন। সেই সঙ্গে এটাও অনুরোধ করব, দয়া করে মিথ্যা গুজবে কান দেবেন না।

অভিষেক দারুণ একজন মানুষ। ও আমাদের ছেড়ে চলে গিয়েছে। এটা বলতে চাই, ও কিন্তু ওর পরিবারকে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল অবস্থায় রেখে যায়নি। পরিবারই ছিল ওর ধ্যানজ্ঞান। সারাক্ষণ আমাদের ভালমন্দেরই খেয়াল রাখত অভিষেক। কেবল তাই নয়, ও চলে যাওয়ার পরও যাতে আমরা ভাল থাকি, স্বচ্ছল জীবন কাটাতে পারি, সেদিকটাও খেয়াল রেখেছে। অভিষেক আমার আত্মনির্ভর হওয়ার যাত্রা পথে পাশে ছিল। আমি নিজেও চাকরি করি। ইউকের ফিনটেক ফার্মের কর্মী আমি।

অভিষেকের আত্মার শান্তির কথা ভেবেই একটা অনুরোধ করব আপনাদের সকলকে। ইন্ডাস্ট্রির কোনও ব্যক্তি, কোনও তারকা আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করেননি। এই বিষয়ে যে যে গুজব ছড়িয়েছে, সবটাই মিথ্যা। অভিষেক কোনওদিনও কারও থেকে আর্থিক সাহায্য নেননি। ওর পরিবারও কোনওদিনও কারও কাছে হাত পাতেনি। ওর আত্মার শান্তি কামনা করুন। নৈতিক মূল্যবোধে বিশ্বাসী একজন ভাল মানুষ হিসেবেই ওকে মনে রাখুন সকলে…

সংযুক্তার ফেসবুক পোস্ট:

আরও পড়ুন: Exclusive-Abhishek Chatterjee Demise: ‘চলে যাওয়ার আগের মুহূর্তেও মেয়ের কথাই জিজ্ঞেস করছিল অভিষেক’, বলেছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ‘হয়তো ওঁর মনের মধ্যে অনেক ক্ষোভ ছিল,’ কাঁদতে-কাঁদতে কেন বললেন ঋতুপর্ণা?

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: তোমার সিরিয়াল থেকে আমায় বের করে দিও না, আমার চরিত্রটাকে মেরে ফেল না, বার বার বলতেন অভিষেক: লীনা গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ওর মনে একটা খুব কষ্ট ছিল আমি জানি… মনে মনে গুমরে থাকত: অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বিপ্লব চট্টোপাধ্যায়