AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্ডাস্ট্রি শিখিয়ে দেয়নি মদ্যপান করে গাড়ি চালিয়ে ধাক্কা দিতে: বিস্ফোরক তৃণা

পরবর্তীতে জানা যায় এই ঘটনার সঙ্গে স্যান্ডি সাহা কিংবা আরিয়ান ভৌমিক কোনওভাবে যুক্ত নন। তবে গাড়িতেই ছিলেন ঋতুপর্ণা সেন। তিনি জানিয়েছেন, তিনি গাড়িতেই ছিলেন। তবে তাঁকে সাধারণ মানুষ ওখান থেকে সরিয়ে দেয়, তিনি ট্রমায় আছেন বলেই দাবি করেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণা সাহা।

ইন্ডাস্ট্রি শিখিয়ে দেয়নি মদ্যপান করে গাড়ি চালিয়ে ধাক্কা দিতে: বিস্ফোরক তৃণা
| Edited By: | Updated on: Apr 08, 2025 | 5:15 PM
Share

ঠাকুরপুকুরে রবিবার সকাল ৯টার দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। একাধিক পথচারী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশের তৎপরতায় গাড়ির চালক অভিযুক্ত ভিক্টো প্রাথমিকভাবে গ্রেফতার করা হয়। এই ঘটনা সামনে আসার পর নিন্দায় টলি পাড়ার অভিনেতা থেকে কলাকুশলীদের একাংশ।

রবিবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে মৃত্যুর মুখে ঠেলে দিল কয়েকজন। তারপর থেকেই একাধিক ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনার সঙ্গে যুক্ত যারা, সকলের সঙ্গেই কথা বলে, তাদের বক্তব্য পাঠকদের কাছে পৌঁছে দিয়েছে টিভিনাইন বাংলা। রবিবার সকাল ৯টার সময়ে ঠাকুরপুকুর বাজার এলাকায় একটি গাড়ি কয়েকজন পথচারীদের ধাক্কা দেয়। ওই গাড়ি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো। গাড়িতে ছিলেন কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেত্রী ঋতুপর্ণা সেন। এরপর খবর ছড়ায় এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন আরিয়ান ভৌমিক।

যদিও পরবর্তীতে জানা যায় এই ঘটনার সঙ্গে স্যান্ডি সাহা কিংবা আরিয়ান ভৌমিক কোনওভাবে যুক্ত নন। তবে গাড়িতেই ছিলেন ঋতুপর্ণা সেন। তিনি জানিয়েছেন, তিনি গাড়িতেই ছিলেন। তবে তাঁকে সাধারণ মানুষ ওখান থেকে সরিয়ে দেয়, তিনি ট্রমায় আছেন বলেই দাবি করেন।

এই ঘটনা চোখে পড়তেই সরব হন টলি তারকারা। অভিনেত্রী তৃণা সাহা TV9 বাংলাকে বলেন, “মদ খেয়ে গাড়ি চালানো এমনিতেই অপরাধ। টলিপাড়ার তারকা হোক বা সাধারণ কেউ, বা যে কোনও ক্ষেত্রেরই মানুষ হোক না কেন আইনের চোখে সকলে সমান। এটা একটা ঘৃণ্য অপরাধ। কারও কাছে বলে পার পাবে না। আর যারা সবটা জেনে (ওরা মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন) তাও ওদের সাপোর্ট করছেন, আমার মতে তাঁরাও ওদের মতোই সমান দোষী। আর এটাও ঠিক নয় যে একজন এরকম দোষ করেছে বলে পুরো ইন্ডাস্ট্রিকে বদনাম করা হচ্ছে। ইন্ডাস্ট্রিতো বলে দেয়নি মদ্যপান করে গাড়ি চালাও। আমি অনেককে চিনি, যাঁরা পার্টি করতে গেলে ড্রাইভার নিয়ে যান, বা ক্যাবল বুক করে যাতায়াত করেন। আমি নিজেও তাই করি। এটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত। ওরা এই অন্যায় করেছে। তার জন্য এদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ এটা একটা ক্রাইম।”