অফস্ক্রিন রুকমা, কৌশিক এবং তৃণার সম্পর্ক কেমন?

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 18, 2021 | 1:43 PM

ছবি দেখে অন্তত এই বার্তা স্পষ্ট যে তিন অভিনেতার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। হাসি, মজায় অফস্ক্রিনেও সময় কাটান তাঁরা। সে কারণেই হয়তো অনস্ক্রিনে এত ভাল পারফর্ম করতে পারেন তাঁরা। অন্তত তেমনটাই মনে করেন দর্শকের একটা বড় অংশ।

অফস্ক্রিন রুকমা, কৌশিক এবং তৃণার সম্পর্ক কেমন?
তৃণার শেয়ার করা সেই ছবি।- ইনস্টাগ্রামের সৌজন্য়ে।

Follow Us

মাঝে দাঁড়িয়ে সৌজন্য। যথারীতি তাঁর মুখে হাসি নেই। ঈষৎ গম্ভীর। আবার হালকা একটা হাসির রেখা লেগে রয়েছে ঠোঁটে। আর তাঁর দুই পাশে রয়েছেন গুনগুন (Trina Saha) এবং তিন্নি। তাঁদের দুজনের প্রাণখোলা হাসি ধরা পড়েছে ফ্রেমে। এঁরা সকলেই জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’-চরিত্র। শুটিংয়ের মাঝে ‘বিহাইন্ড দ্য সিন’-এর এক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণা।

সৌজন্য, গুনগুন এবং তিন্নি অর্থাৎ কৌশিক রায়, রুকমা রায় এবং তৃণা সাহা। চিত্রনাট্যে রয়েছে ত্রিকোণ সম্পর্কের ইঙ্গিত। সৌজন্য এবং গুনগুন, বাড়ি মাতিয়ে রেখেছেন এই দম্পতি। কিন্তু তাঁদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি তিন্নি। চিত্রনাট্য অনুযায়ী সৌজন্য স্বভাব গম্ভীর। অফ ক্যামেরাতেও কি তেমনটাই অভিনেতা কৌশিক?

ছবি দেখে অন্তত এই বার্তা স্পষ্ট যে তিন অভিনেতার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। হাসি, মজায় অফস্ক্রিনেও সময় কাটান তাঁরা। সে কারণেই হয়তো অনস্ক্রিনে এত ভাল পারফর্ম করতে পারেন তাঁরা। অন্তত তেমনটাই মনে করেন দর্শকের একটা বড় অংশ।

গুনগুন-তিন্নি অর্থাৎ তৃণা সাহা এবং রুকমা রায় যে বন্ধু, সে আঁচ আগেই পাওয়া গিয়েছিল তৃণার ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেখানে রুকমার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন পর্দার গুনগুন। ভিডিয়োতে দেখা গিয়েছিল, ‘ফিল ইট রিল ইট’ গানের সঙ্গে জমিয়ে নাচছেন তৃণা এবং রুকমা। তৃণা ক্যাপশনে লিখেছিলেন, “এটাই আমাদের অফস্ক্রিন কেমিস্ট্রি।” সঙ্গে হ্যাশট্যাগে #ফিল করব রিল করব।

আরও পড়ুন, শাহরুখের ছবিতে নায়িকাদের সংলাপ শাহরুখের থেকেও বেশি!

অনস্ক্রিন তিন্নি দিদি আর গুনগুনের এত ভাব দেখে মজা পেয়েছিলেন ভক্তরা। একজন লিখেছিলেন, “অনস্ক্রিন এত চুলোচুলি অথচ অফস্ক্রিন এত ভাব!” আর একজনের বক্তব্য, “তোমাদের অভিনয় দেখলে বোঝাই যায় না, তোমরা এত ভাল বন্ধু।” আর এখানেই বোধহয় একজন অভিনেতার সার্থকতা, প্রতি সপ্তাহে টিআরপি উঁচুতে ধরে রাখার ‘ম্যাজিক’ লুকিয়ে।

Next Article