আজ দোলের দিনে যেখানে একের পর এক টলি সেলেব নিজেকে রাঙিয়ে দিয়েছেন রঙে। বন্ধুদের সঙ্গে সেলফি পোস্ট থেকে বড়দের পায়ের আবির দিচ্ছেন। অভিনেত্রী তুহিনা দাসএখনও পর্যন্ত দোলের কোনও ছবি পোস্ট করেননি, তবে যা পোস্ট করলেন তা মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, এই আনন্দের দিনে দোল খেলার সময় কী মাথায় রাখা অতি আবশ্যক।
আরও পড়ুন বাবার অভিনীত গানের কথা উঠতেই সারার মুখ থেকে বেরল ‘ইয়াক’!
ছবিতে দেখা যাচ্ছে তিনজন যুবক রঙ দিয়ে নয়, জলে ভেজাচ্ছেন একজন মহিলাকে। জলে ভিজে প্রস্ফুটিত হচ্ছে মহিলার শরীর। তিন যুবকের অশোভনীয় চাহনি। মহিলার ভাবও এমন, যে তিনি বিরক্তবোধ করছেন। ছবিতে লেখা রয়েছে, ‘হেনস্থা করবেন না, তাহলেই মহিলারাও সুরক্ষিতভাবে হোলির আনন্দ উপভোগ করতে পারবেন।’ হ্যাশট্যাগে রয়েছে হোলিনটহুলিগানিসম। ছবিটির ক্যাপশনে তুহিনা লেখেন, ‘দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা!’
তুহিনা স্পষ্টবাদী মেয়ে। সোজ কথা সোজা ভাবে বলতে পছন্দ করেন অভিনেত্রী। এবং দোলের দিন তাঁর এই সোশ্যাল মেসেজ আবারও তা প্রমাণ করল। সৃজিত মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, সকলের ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। বাদ যাননি অপর্ণা সেনের ছবিতেও। পরিচালক অরিন্দম শীলের শবর-সিরিজে নাম লেখানোর আগে তুহিনা অবশ্য বছরখানেক কৌশিক সেনের দলে থিয়েটার করেছেন। কাজ করেছেন ছোট পর্দাতেও। সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে ওয়াহিদা রহমানের চরিত্রে অভিনয় করছেন তুহিনা।