‘দময়ন্তী’ শুধু আর গোয়েন্দা নন! প্রতারণা করে তুহিনা বলছেন ‘হায় তৌবা’

শুভঙ্কর চক্রবর্তী |

May 07, 2021 | 6:14 PM

সমাজে ‘সেক্স’ নিয়ে যাবতীয় ট্যাবু বিষয়ক ধ্যানধারণাকে তুলে ধরবে একেবারে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ওয়েব সিরিজ ’হায় তৌবা’।

Follow Us

সৃজিত মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, সকলের ছবিতেই তাঁকে দেখা গিয়েছে তুহিনা দাসকে। বাদ যাননি অপর্ণা সেনের ছবিতেও। পরিচালক অরিন্দম শীলের শবর-সিরিজে নাম লেখানোর আগে তুহিনা অবশ্য বছরখানেক কৌশিক সেনের দলে থিয়েটার করেছেন। কাজ করেছেন ছোট পর্দাতেও। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে ওয়াহিদা রহমানের চরিত্রে অভিনয় করছেন তুহিনা।

 

 

আরও পড়ুন নিউ ইয়র্ক সিটি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার সম্মান পেলেন অনুপম

এবার তিনি পা রাখলেন হিন্দি ওয়েব দুনিয়ায়। অল্ট বালাজি প্রযোজিত নতুন ইরোটিক থিম সিরিজ ’হায় তৌবা’। এর আগে অল্ট বালাজি প্রযোজিত ‘গন্দি বাঁত’ বেশ প্রশংসিত হয়েছে।ছ’টি ছোট গল্প মিলে এক সিরিজ। তুহিনা আপাতত যা কাজ করেছেন তা একেবারে বাংলায়, এই প্রথম এক হিন্দি সিরিজের অংশ হতে চলেছেন তুহিনা। তুহিনা ছাড়াও রয়েছেন সাহেব ভট্টাচার্য, রাকেশ বর্মা, গগণ আনন্দ, শচিন খুরানা, কিরণদ্বীপ কৌড়, শিল্পা মেহতা, অজিত কুলকার্নি। সমাজে ‘সেক্স’ নিয়ে যাবতীয় ট্যাবু বিষয়ক ধ্যানধারণাকে তুলে ধরবে একেবারে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ওয়েব সিরিজ ’হায় তৌবা’।

অল্ট বালাজি প্রযোজিত ’হায় তৌবা’র ট্রেলার রিলিজ হতেই পাঁচ লক্ষর উপর উঠে গিয়েছে ভিউজ।

সৃজিত মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, সকলের ছবিতেই তাঁকে দেখা গিয়েছে তুহিনা দাসকে। বাদ যাননি অপর্ণা সেনের ছবিতেও। পরিচালক অরিন্দম শীলের শবর-সিরিজে নাম লেখানোর আগে তুহিনা অবশ্য বছরখানেক কৌশিক সেনের দলে থিয়েটার করেছেন। কাজ করেছেন ছোট পর্দাতেও। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে ওয়াহিদা রহমানের চরিত্রে অভিনয় করছেন তুহিনা।

 

 

আরও পড়ুন নিউ ইয়র্ক সিটি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার সম্মান পেলেন অনুপম

এবার তিনি পা রাখলেন হিন্দি ওয়েব দুনিয়ায়। অল্ট বালাজি প্রযোজিত নতুন ইরোটিক থিম সিরিজ ’হায় তৌবা’। এর আগে অল্ট বালাজি প্রযোজিত ‘গন্দি বাঁত’ বেশ প্রশংসিত হয়েছে।ছ’টি ছোট গল্প মিলে এক সিরিজ। তুহিনা আপাতত যা কাজ করেছেন তা একেবারে বাংলায়, এই প্রথম এক হিন্দি সিরিজের অংশ হতে চলেছেন তুহিনা। তুহিনা ছাড়াও রয়েছেন সাহেব ভট্টাচার্য, রাকেশ বর্মা, গগণ আনন্দ, শচিন খুরানা, কিরণদ্বীপ কৌড়, শিল্পা মেহতা, অজিত কুলকার্নি। সমাজে ‘সেক্স’ নিয়ে যাবতীয় ট্যাবু বিষয়ক ধ্যানধারণাকে তুলে ধরবে একেবারে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ওয়েব সিরিজ ’হায় তৌবা’।

অল্ট বালাজি প্রযোজিত ’হায় তৌবা’র ট্রেলার রিলিজ হতেই পাঁচ লক্ষর উপর উঠে গিয়েছে ভিউজ।

Next Article