AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পোশাক খুলে দাও, শুধু অন্তর্বাসে শরীর দেখতে চাই! অভিনেত্রীকে কুপ্রস্তাব পরিচালকের, তারপর…

এবার সেইরকমই অভিযোগই উঠল নৃত্যপরিচালক ফারহা খানের ভাই পরিচালক সাজিদ খান। তবে এর আগেও সাজিদের বিরুদ্ধে মি টু দিয়েছিলেন রেচেল হোয়াইট, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রীরা। আর এবার সাজিদের বিরুদ্ধে মুখ খুললেন ইশকজাদে ধারাবাহিকের অভিনেত্রী নবীনা বোলে।

পোশাক খুলে দাও, শুধু অন্তর্বাসে শরীর দেখতে চাই! অভিনেত্রীকে কুপ্রস্তাব পরিচালকের, তারপর...
Image Credit: Social Media
| Updated on: Apr 28, 2025 | 2:30 PM
Share

সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার অছিলায় যৌন হেনস্থার ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নয়। বহুবারই পরিচালকের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ এনেছেন নায়িকারা। এবার সেইরকমই অভিযোগই উঠল নৃত্যপরিচালক ফারহা খানের ভাই পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। তবে এর আগেও সাজিদের বিরুদ্ধে মি টু দিয়েছিলেন রেচেল হোয়াইট, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রীরা। আর এবার সাজিদের বিরুদ্ধে মুখ খুললেন ইশকজাদে ধারাবাহিকের অভিনেত্রী নবীনা বোলে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিপাড়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী নবীনা বোলে। তবে ইশকজাদে- ধারাবাহিকে নজর কাড়েন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত নবীনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নবীনা জানিয়েছেন, সালটা ২০০৪। সবে তখন বলিউডে পা দিয়েছি। টুকটাক কাজ করছিলাম। সেই সময়ই ফোন করে সাজিদ আমাকে তাঁর অফিসে ডেকে পাঠায়। আমি তো খুশিই হয়েছিলাম। ভেবেছিলাম, নতুন একটা কাজ পাবো। তবে সাজিদের অফিসে গিয়ে যে এমনটা ঘটবে, তা ভাবতেই পারিনি।

নবীনা আরও বলেন, সাজিদের অফিসে গিয়ে পৌঁছতেই, আমাকে সাজিদ বলল, পোশাক খুলে অন্তর্বাস পরে চেয়ারে বসে যাও। তোমার স্তন ও নিতম্ব খুঁটিয়ে দেখব! সাজিদের কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম। সোজা আমি নাকচ করি প্রস্তাব। কিন্তু সাজিদ নাছোড়বান্দা। সেদিন অনেক কষ্টে, সাজিদকে নানা অজুহাত দিয়ে পালিয়ে এসেছিলাম। খুবই অস্বস্তি লাগছিল। তারপর আর সাজিদের সঙ্গে কোনও যোগাযোগ রাখিনি।