শিবপ্রসাদকে নিয়ে ঝগড়া দুই হিরোইনের, কী সমস্যা ?

'আমার বস' ছবির প্রচারে এসেই ঝগড়া বেঁধে যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায়ের মধ্যে। দুজনের ঝগড়ার বিষয় অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

শিবপ্রসাদকে নিয়ে ঝগড়া দুই হিরোইনের, কী সমস্যা ?

|

May 08, 2025 | 4:34 PM

‘আমার বস’ ছবির মুক্তি পাচ্ছে মে মাসের ৯ তারিখে। এই ছবির প্রচারে সামিল হচ্ছে সমস্ত কলাকুশলীরা। এইরকম একটি গান লঞ্চ অনুষ্ঠানে হাজির হয় ‘আমার বস’ ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই তাদের একটি গান নেট পাড়ায় সারা ফেলে দিয়েছে। এই গানের দৃশ্যে দেখা যাচ্ছে হিরোইনের খোলা পিঠের কবিতা লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

এই গান লঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানেই দেখা গেল শিবপ্রসাদকে নিয়ে কথা কাটাকাটি চলছে শ্রাবন্তী ও কৌশানির মধ্যে। কিছুক্ষন পরেই বোঝা গেল আসলে ‘আমার বস ‘ ছবির চরিত্র মৌসুমীর সঙ্গে প্রথম দেখা হল ‘বহুরূপী’ ঝিমলির সঙ্গে। এই অনুষ্ঠানেই নিজের ময়দামুখোকে নিয়ে মৌসুমী ( শ্রাবন্তী চট্টোপাধ্যায়) প্রায় ঝগড়া শুরু করে দিলেন ঝিমলি( কৌশানি মুখোপাধ্যায়)। এই ঝগড়ায় ঝিমলির বক্তব্য তিনি আগে এসেছেন, তাই ময়দামুখোর উপর তার অধিকার বেশি। মজার এই ঝগড়ার শেষে অবশ্য জানা গিয়েছে যে ‘বহুরূপী’র ওয়ার্ড ডিজিটাল প্রিমিয়ার হবে মে মাসের ৯ তারিখে। একই দিনে ‘আমার বস ‘ ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। সিনেমা প্রচারের নতুন নতুন কৌশল আমদানি হয়ে চলেছে। আর বিভিন্ন প্রযোজনা সংস্থার সংস্থা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য হাতিয়ার করছে স্যোশাল মিডিয়ার।