মন খারাপ উজান গঙ্গোপাধ্যায়ের। এখনও তাঁর সবকিছু জুড়ে রয়েছে সে। কিছুতেই তাকে ভুলতে পারছে না পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে। কার জন্য এমন মন কেমন ‘লক্ষ্মী ছেলে’ উজানের?
আগের মাসে উজান তাঁর আদরের ‘জেট’-কে হারিয়েছেন। জেট তাঁর পোষ্য। ৬ মার্চ জেট মৃত্যুর কোলে ঢোলে পড়ে। সেই স্মৃতিই বয়ে বেড়াচ্ছেন এখন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর জেটের বেশ কতগুলো ছবি দিয়ে লম্বা একটা মনকেমনের লেখা লিখেছেন উজান। প্রতিটা ছত্রে ঝরে পড়ছে কী ভীষণ আকুতি। কী নিদারুণ বুক-ফাটা যন্ত্রণা। জেট মৃত হয়েও কী ভীষণভাবে জীবিত তাঁর লেখায়। তাঁর স্মৃতিমেদুরতায়। এক সন্তানহারা, পিতৃহারা, ভাতৃহারা মনকেমন উজানের হৃদয়জুড়ে। উজান তাঁর লেখায় একটা জায়গায় লিখেছেন, “বিছানাগুলো শূণ্য,সোফাগুলো একা একা পড়ে রয়েছে, বাড়িটা প্রাণহীণ, জীবনটা গৃহহীণ। তুমি সব সময় আমাদের মধ্যে থাকবে,চিরকাল থাকবে।”
উজানের লেখায় তাঁর জেট জীবন্ত হয়ে উঠেছে। তাঁর লেখা থেকেই জানা যায় তাঁর আদরের পোষ্য বিড়াল আর কাকদের একদম সহ্য করতে পারত না। তবে মার্বেল কেক খেতে বড় ভালবাসত। আর ভালবাসত মাংস খেতে। জেটের গায়ের গন্ধ, ক্যান্ডিড পাউডারের গন্ধ, গিটারের পাশে তার গুটিসুটি মেরে শুয়ে থাকা–স্মৃতিকাতরতায় ছিন্নভিন্ন উজান। জেটকে নিয়ে তাঁর এই শ্রদ্ধার্ঘ পড়লে মন ভারী হয়ে যায়।
আরও পড়ুন :করোনা-মুক্ত হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
উজান পরিচালক পাভেলের ‘রসগোল্লা’-তে প্রথম অভিনয় করেন। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। তাঁর বাবার পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’-তে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন। ছবিটি মুক্তির অপেক্ষায়। কৌশিক গঙ্গোপাধ্যায় খুব শীঘ্রই সোহিনী,ঋত্বিক এবং অর্জুনকে নিয়ে ‘কাবাডি কাবাডি’ ছবির শুটিং শুরু করবেন।