
বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা মিটেও যেন মিটছে না। বদলে যাওয়া বাংলাদেশ কিছুতেই যেন স্থির হতে পারছে না। এর মাঝেই খবর, কলকাতায় একটি সিনেমা সংক্রান্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা দুই দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। সিনেমার শ্যুট থেকে সিনেমার প্রচারে কলকাতায় যাতায়াত লেগেই থাকে অভিনেতার। তবে এবার এপার বাংলায় আসা নিয়ে কীসের জটিলতা! সম্প্রতি কলকাতার টলিপাড়ার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও, শোনা যাচ্ছে, তিনি নাকি আসতে পারছেন না। এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ঠিক কী ঘটেছে, জানার তাগিদে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে TV9 বাংলা যোগাযোগ করার চেষ্টার করলেও কোনও উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, সূত্রের খবর, কোনও ব্যক্তিগত কারণে কলকাতায় আসা পিছিয়েছেন অভিনেতা। পাশাপাশি বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অভিনেতার কলকাতা সফর নিয়ে একটা অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে। অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলাদেশে যতটা জনপ্রিয়, কলকাতার দর্শকদের কাছে ততটাই প্রসিদ্ধ। ‘হাওয়া’, ‘তুফান’ যেমন দর্শকদের পছন্দ হয়েছিল, তেমনই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের চরিত্রে দর্কদের মন জয় করেছেন চঞ্চল চৌধুরী।
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ ও কলকাতায় জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই জোর চর্চা শুরু হয়েছে, বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আদপে কি আসতে পারবেন অভিনেতা চঞ্চল চৌধুরী! সেই দিকে নজর থাকবে এখন দর্শকদের। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের খবরের শিরোনামে এখন আবার অভিনেত্রী নুসরত ফারিয়ার গ্রেফতারের খবর।
পরিচালক শ্যাম বেনেগালের ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ নেশন’ ছবিতে কাজ করেন নুসরত ফারিয়া। নুসরত ফারিয়া বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু হিট ছবির নায়িকা। ২০১৫ সাল থেকে নুসরত ফারিয়া সিনেমায় অভিনয় করা শুরু করেন। এর আগে তিনি সঞ্চলনার কাজ করেছেন।