উত্তমের থেকেও বেশি পারিশ্রমিক নিয়েছিলেন ছবি বিশ্বাস! জানেন কত টাকা আর কোন সিনেমা?
সালটা ১৯৫৯। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তখন সুপারস্টার বলতে ছবি বিশ্বাস। তাঁর ব্যারিটন আওয়াজ, সাহেব সুলভ কেতা, পুরো ইন্ডাস্ট্রি যেন তটস্থ থাকেন, তাঁর এক ডাকে। নতুন পরিচালকরা তো নতুন ছবির চিত্রনাট্য, ছবি বিশ্বাসের কাছে নিয়ে যেতেই ভয় পেতেন।

সালটা ১৯৫৯। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তখন সুপারস্টার বলতে ছবি বিশ্বাস। তাঁর ব্যারিটন আওয়াজ, সাহেব সুলভ কেতা, পুরো ইন্ডাস্ট্রি যেন তটস্থ থাকেন, তাঁর এক ডাকে। নতুন পরিচালকরা তো নতুন ছবির চিত্রনাট্য, ছবি বিশ্বাসের কাছে নিয়ে যেতেই ভয় পেতেন। তবে একবার এমন এক কাণ্ড ঘটেছিল, যে সেই সময় সমস্ত ফিল্ম ম্যাগাজিনে বড় বড় করে ছাপানো হয়েছিল। যা আগে কোনওদিনই ঘটাননি, তেমনই কাণ্ড ঘটিয়ে ছিলেন ছবি বিশ্বাস।
সেই সময়কার ফিল্ম ম্যাগাজিন থেকেই জানা গল্প অনুযায়ী, সবে তখন তিন পরিচালক শচীন মুখোপাধ্যায়, তরুণ মজুমদার ও দিলীপ মুখোপাধ্যায় যাত্রিক পরিচালকগোষ্ঠী শুরু করেন। সেই যাত্রিক ব্যানারের প্রথম ছবি চাওয়া-পাওয়াতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস।
এই ছবির অফার নিয়েই যখন ছবি বিশ্বাসের কাছে গিয়েছিলেন তিন পরিচালক, তখন ছবি বিশ্বাসই স্পষ্ট জানিয়ে ছিলেন, দিনে ৫০০ টাকা পারিশ্রমিক দিতে হবে। ছবি বিশ্বাসের মুখে এমন কথা শুনে তো চমকে গিয়েছিলেন তাঁরা। শচীন মুখোপাধ্যায়, তরুণ মজুমদার ও দিলীপ মুখোপাধ্যায় তিন জনই ছবি বিশ্বাসকে জানিয়ে ছিলেন, তাঁরা খুব নতুন পরিচালক। এর উত্তরে ছবি বিশ্বাস অবশ্য পারিশ্রমিক ৫০০ থেকে কমিয়ে ২৫০ টাকা করেছিলেন। তবে শোনা যায়, কমিয়ে দেওয়ার পরও উত্তম কুমারের থেকেও কিন্তু বেশি পারিশ্রমিক ছিল তাঁর। সময়টা মাথায় রাখা উচিত। তখন উত্তম কুমার, খুবই নতুন ইন্ডাস্ট্রিতে। আর সেই সময় ৫০০ টাকা মানে কিন্তু অনেক টাকাই।





