সমুদ্রের নোনা জলে ভিজছেন জিনত, অপলক দেখছেন অমিতাভ, নায়িকার কাছে যেতেই যা ঘটল তা ভয়ানক
সময়টা আটের দশকের। ৮২ সালের 'কুলি' ছবির সেই ভয়ানক দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অমিতাভ বচ্চন। তবে সিনেমা থেকে নিজেকে বেশিদিন দূরে রাখতে পারেননি। আর তাই তো সুযোগ পেয়েই সোজা গোয়ায়। সঙ্গে সুন্দরী জিনত আমান।

সময়টা আটের দশকের। ৮২ সালের ‘কুলি’ ছবির সেই ভয়ানক দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অমিতাভ বচ্চন। তবে সিনেমা থেকে নিজেকে বেশিদিন দূরে রাখতে পারেননি। আর তাই তো সুযোগ পেয়েই সোজা গোয়ায়। সঙ্গে সুন্দরী জিনত আমান। জিনত সঙ্গে মানেই সৈকতে প্রেমের হাওয়া। আহত শরীরকে প্রথমে পাত্তা দেননি বিগ বি। কিন্তু হঠাৎ জিনত কাছে আসতেই যে এমনটা ঘটবে, তা স্বপ্নেও ভাবেননি বলিউড শহেনশাহ। চমকে উঠেছিলেন জিনতও।
কী ঘটেছিল গোয়ার সৈকতে?
অমিতাভ আর জিনত সমুদ্রের জলে ভিজে প্রেম করবেন। আর তাই গোয়ার সেই সৈকত ফাঁকা করে দেওয়া হল। নামানো হল অসংখ্য পুলিশ। ক্য়ামেরা চলল। শুটিং শুরু। সমুদ্রের নোনতা জলে জলকেলি করতে ব্যস্ত জিনত। পরনে তাঁর সাদা স্বচ্ছ পোশাক। স্পিডবোডে চেপে ঢেউ ভেঙে জিনতে কাছে আসছেন অমিতাভ। বিগ বির পরনে রঙিন জ্যাকেট ও সাদা ট্রাউজার। জিনতের শরীরে সৈকতের উষ্ণ বালি। একটি দৃশ্যে জিনতকে কাছে ডাকলেন অমিতাভ। তখনই ঘটল সেই অঘটন।
জিনত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কুলির দুর্ঘটনার পর এই গানটিই ছিল অমিতাভের প্রথম শুটিং। ওকে দেখে মনেই হচ্ছিল না, সদ্য হাসপাতাল থেকে ফিরেছেন। এতটাই প্রফেশনাল অভিনেতা তিনি। তবে আমি একটু দুশ্চিন্তায় ছিলাম। শুটিং করতে গিয়ে যদি চোট লাগে ফের! তাহলে?
এক বিনোদনমূলক ম্য়াগাজিনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সেদিন জিনতের সঙ্গে শুটিং করতে গিয়ে আহত জায়গায় ব্যথা অনুভব করেছিলেন অমিতাভ। এমনকী, আহত জায়গা থেকে নাকি রক্তক্ষরণও হয়! তবে পরিস্থিতি সামলে নিয়েছিলেন বিগ বি নিজেই। শুটিং চলছিল ‘পুকার’ ছবির ‘সমুন্দর মে নাহা’কে গানটির।
