এক প্রযোজকের সংসার ছেড়ে, আরেক প্রযোজককে বিয়ে, টলিউডের এই নায়িকার করুণ পরিণতি জানলে গায়ে কাঁটা দেবে
আর্ট হাউজ ছবি থেকে তথাকথিত বাণিজ্যিক বাংলা ছবিতে দুরন্ত অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন বহুবার। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্য়ায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিকের মতো নায়কদের বিপরীতে অভিনয় করে তাঁদের টেক্কা দিয়েছেন তিনি।

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়। আর্ট হাউজ ছবি থেকে তথাকথিত বাণিজ্যিক বাংলা ছবিতে দুরন্ত অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন বহুবার। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্য়ায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিকের মতো নায়কদের বিপরীতে অভিনয় করে তাঁদের টেক্কা দিয়েছেন তিনি। উত্তমের জীবনের শেষ ছবি ওগো বধূ সুন্দরীতে তাঁর অভিনয় তো তাক লাগানোর মতো। এমনকী, খোদ উত্তমও ছবির শুটিং চলাকালীন, তাঁকে প্রশংসা করতেন। সুচিত্রা সেনের অন্ধভক্ত সেই সুমিত্রার উজ্জ্বল কেরিয়ার জীবনে হঠাৎ করেই অন্ধকার ঘনিয়ে আসে। উথাল পাথাল হয়ে যায় তাঁর ব্যক্তিগত জীবন। এমনকী, শোনা যায়, নিজের জীবন থেকে অতিষ্ঠ হয়ে নাকি আত্মহত্য়ার চেষ্টাও করেছিলেন সুমিত্রা।
সময়টা সাতের দশক পরিচালক দীনেন গুপ্ত সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন তাঁর নতুন ছবির জন্য নায়িকা চাই। সেই বিজ্ঞাপন নজরে পড়তেই যোগাযোগ করলেন সুমিত্রা। প্রথম অডিশনেই কেল্লাফতে। শমিত ভঞ্জর বিপরীতে প্রথম ছবি আজকের নায়ক। সেই বছরই মুক্তি পায় দীনেন গুপ্তর আরেকটি ছবি বসন্ত বিলাপ। অনুপ কুমারের বিপরীতে তাঁকে এই ছবিতে দেখা গিয়েছিল। অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, রবি ঘোষের মতো তারকাদের পাশে নজর কাড়েন সুমিত্রা। এর পর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সাত ও আটের দশকে সুমিত্রার ঝুলিতে একের পর এক হিট ছবি।
ফিল্মি কেরিয়ারের উচ্চতায় থাকতেই প্রযোজক শশধর মুখোপাধ্য়ায়কে বিয়ে করেন সুমিত্রা। দুই সন্তানও হয় তাঁর। কিন্তু বেশি দিন সেই সংসারে থাকতে পারেননি তিনি। বরং দুই ছেলেকে সঙ্গে নিয়ে শশধরের সংসার ত্য়াগ করেন সুমিত্রা। বিয়ে করেন আরেক প্রযোজক রবীন্দ্রনাথ মালহোত্রাকে। সেখানেও সুখ পাননি তিনি। তার উপর ২০০ ছবিতে অভিনয় করেও, নিজের আর্থিক দিকটা সেভাবে গুছিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। বয়স বাড়ায় ছবি হাতছাড়া হতে শুরু করে। যাত্রার জগতে পা রাখেন সুমিত্রা। সঙ্গে টিভি ধারাবাহিক তো রয়েইছে। এক আকাশের নীচের মতো জনপ্রিয় ধারাবাহিকের আম্মা চরিত্রে অভিনয় করে সুমিত্রা বুঝিয়ে দেন, বয়স হয়েছে তো কী! অভিনয়ের ধার তাঁর এখনও কমেনি। তবে এক সময়ের দাপুটে অভিনেত্রী শেষটা সুখের ছিল না। জীবনের নানা পর্যায়ে ঝড় সামলাতে গিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। ২০০৩ সালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন সুমিত্রা মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর সঙ্গেই শেষ হয় বাংলা সিনেমার এক উজ্জ্বল অধ্যায়ের।
এই খবরটিও পড়ুন





