প্রায় সবই ঠিক হয়ে গিয়েছিল। স্বপ্নে করিশ্মা দেখতেন তিনি বচ্চন পরিবারে বধূ। এমনকী, মনে মনে ঠিক করে ফেলেছিলেন অভিষেক ও তাঁর সংসার তিনি কীভাবে গোছাবেন। জয়া বচ্চনের সঙ্গে ভালোই সম্পর্ক গড়ে তুলেছিলেন করিশ্মা। কিন্তু হঠাৎই কাটল তাল। পাকা কথার হওয়ার ঠিক আগের দিনই জয়ার পুরো ভোদবদল। যে জয়া করিশ্মা বলতে পাগল ছিলেন, সেই নাকি দূর দূর করে তাড়ালেন করিশ্মাকে! হ্য়াঁ, গুঞ্জনে ছিল এমনই ঘটনা। শোনা যায়, করিশ্মার কাছে এমন এক শর্ত রেখেছিলেন জয়া, যা শুনে করিশ্মা কান্নায় ভেঙে পড়েছিলেন।
তা কী এমন শর্ত রেখেছিলেন জয়া?
অভিষেককে মন দিয়ে ফেলেছিলেন করিশ্মা। বলিউডের প্রায় সবাই জানতেন এখবর। সেই সময় নানা ফিল্মি পার্টিতে করিশ্মা ও জয়ার দেখা হলেই, করিশ্মা জড়িয়ে আদরে ভরাতেন জয়া। এসব দেখে সবাই ধরেই নিয়েছিলেন যে, জুনিয়ার বচ্চনের বউ হবেন কাপুর খানদানের কন্য়া করিশ্মাই।
তবে হঠাৎই কাহিনিতে টুইস্ট। সেই সময় গুঞ্জনে আসে, জয়া বচ্চন নাকি করিশ্মার সামনে শর্ত রেখেছিলেন যে, অভিষেককে বিয়ে করলে অভিনয় ছাড়তে হবে! এতে যদি করিশ্মা রাজি থাকেন, তাহলেই হবে বিয়ে। জয়ার মুখে এমন কথা শুনে একেবারে হতবাক হয়ে যান করিশ্মা। তারপর নানাভাবে জয়াকে এই শর্ত বাতিল করতেও অনুরোধ করেন। তবে জেদী জয়া, করিশ্মার কথা শোনেননি। করিশ্মাও অভিনয় ছাড়তে ছিলেন নারাজ। শেষমেশ, বচ্চনের জলসায় দাঁড়িয়েই হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন করিশ্মা। সেই সময় গসিপ ম্য়াগাজিনে এই ঘটনা বিতর্কের ঝড় তুলেছিল।