জনপ্রিয় এই ক্রিকেটারকে মন দিয়েছিলেন লতা, বিয়ে করতে গিয়েই পড়লেন বাধার মুখে, তারপর যা ঘটল তা ইতিহাস
যাঁর প্রেমের গানে প্রচুর প্রেমের কাহিনির শুরু, সেই গায়িকাই হারিয়েছেন নিজের প্রেম। যাঁর সুরেলা কণ্ঠে বুঁদ হয়ে থাকে গোটা বিশ্ব। সেই মানুষটির অন্তরেই প্রেম বাসা বেঁধেছিল গোপনে।

যাঁর প্রেমের গানে প্রচুর প্রেমের কাহিনির শুরু, সেই গায়িকাই হারিয়েছেন নিজের প্রেম। যাঁর সুরেলা কণ্ঠে বুঁদ হয়ে থাকে গোটা বিশ্ব। সেই মানুষটির অন্তরেই প্রেম বাসা বেঁধেছিল গোপনে। কিন্তু নিয়তির লেখা মেটাবে কে? প্রাণপণ ভালোবেসেও শুভ পরিণতি মেলেনি। সারাজীবন তাই সেই পুরনো প্রেম আঁকড়েই থেকে যাওয়া। কথা হচ্ছে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। সদা বিনয়ী, লাজুক, স্বল্পভাষী এই গায়িকার জীবনেও এসেছিল প্রেম। কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি।
একসময় বলিপাড়ায় গুঞ্জন ছিল গায়ক ও সঙ্গীত পরিচালক ভূপেন হাজারিকার সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন তিনি। তবে তা ছিল শুধুই গুঞ্জন। লতার জীবন নিয়ে লেখা নানা বইয়ে তাঁর প্রেম অধ্যায়ের কথা উঠে আসে। সেই লেখা অনুযায়ী, লতা মঙ্গেশকর সেই সময়কার জনপ্রিয় ক্রিকেটার এবং বিসিসিআইয়ের তৎকালীন সভাপতি রাজ সিং দুঙ্গাপুরকে নাকি মন দিয়েছিলেন লতা। প্রেমের আগুন জ্বলেছিল দুই দিকেই।
এই রাজ সিং রাজস্থানের রাজপরিবারের সন্তান ছিলেন। শোনা যায়, রাজের মা-বাবাই লতাকে পুত্রবধূ হিসেবে মেনে নিচ্ছিলেন না। অন্যদিকে, তখন লতার কাঁধে পুরো মঙ্গেশকর পরিবার। লতা ও রাজ প্রেমের কারণে কোনও বিদ্রোহে যান না। বরং বেছে নেন দুই আলাদা জীবন। দুজনেই সিদ্ধান্ত নেন আজীবন অবিবাহিত থাকার। সত্য়িই লতা ও রাজের প্রেম বলিউডের ইতিহাসের এক উজ্জ্বল পর্ব।





