গাছের আড়ালে ভেজা শাড়ি বদলাচ্ছেন মন্দাকিনী, আচমকা হাজির রাজ কাপুর! তারপর যা ঘটল…

১৯৮৫ সালের ২৫ জুলাই মুক্তি পায় রাজ কাপুরের রাম তেরি গঙ্গা ময়েলি। ছবি মুক্তির একসপ্তাহের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। তবে কাপুর ফ্যামিলিতে এই ছবির টাকার বন্যা নিয়ে আসলেও, বিতর্কও এসেছিল পিছু পিছু। অনেকে তো রাজ কাপুরকে নিষিদ্ধ করার ঘোষণাও করেছিলেন।

গাছের আড়ালে ভেজা শাড়ি বদলাচ্ছেন মন্দাকিনী, আচমকা হাজির রাজ কাপুর! তারপর যা ঘটল...

|

Apr 21, 2025 | 4:52 PM

প্রথম ছবি থেকেই বলিউডের নজর কেড়েছিলেন মন্দাকিনী। রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা ময়েলি’ ছবিতে তাঁর সাহসী অভিনয় দেখে অনেকেই হতবাক হয়েছিল। প্রথম ছবিতেই নিজেকে পুরো উজার করে দিয়েছিলেন সুন্দরী। তবে নানা সাক্ষাৎকারে ‘রাম তেরি গঙ্গা ময়েলি’র গঙ্গা হয়ে ওঠার পুরো ক্রেডিটাই মন্দাকিনী দিয়েছেন রাজ কাপুরকে। আর এই ছবি জুড়ে মন্দাকিনীর নানা স্মৃতি। রাজ কাপুর পরিচালক হিসেবে কতটা খুঁতখুতে তার প্রমাণ হাতে নাতে পেয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম তেরি গঙ্গা ময়েলি ছবির শুটিংয়ের এমন এক ঘটনার কথা জানান মন্দাকিনী, যা হতবাক করার মতো।

১৯৮৫ সালের ২৫ জুলাই মুক্তি পায় রাজ কাপুরের রাম তেরি গঙ্গা ময়েলি। ছবি মুক্তির একসপ্তাহের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। তবে কাপুর ফ্যামিলিতে এই ছবির টাকার বন্যা নিয়ে আসলেও, বিতর্কও এসেছিল পিছু পিছু। অনেকে তো রাজ কাপুরকে নিষিদ্ধ করার ঘোষণাও করেছিলেন। রাম এবং গঙ্গার নাম ব্যবহার করে ছবি করায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন রাজ কাপুর। তবে সবচেয়ে বিতর্ক হয়, এই ছবির একটি গানের দৃশ্য নিয়ে যেখানে সাদা ফিনফিনে শাড়িতে ঝরনায় স্নান করতে দেখা গিয়েছিল মন্দাকিনীকে। ভেজা শাড়িতে সুস্পষ্ট হয়েছিল মন্দাকিনীর শরীরের সব ভাঁজ। আর তা দেখেই সেই সময় হইচই পড়ে গিয়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

এই গানের দৃশ্যের শুটিং নিয়ে বহুবার বিপাকে পড়েছিলেন মন্দাকিনী। শোনা যায়, দৃশ্য ঠিকঠাক না হওয়ার কারণে বার বার ঠান্ডা জলে ভিজতে হয়েছিল মন্দাকিনীকে। তবে এর থেকেও বেশি অস্বস্তির সম্মুখীন হন অভিনেত্রী।

সাক্ষাৎকারে জানিয়েছেন, সেই সময় আউটডোর শুটিংয়ে মেকআপ ভ্যান ব্যবহার হত না। তাই অনেক সময়ই খোলা আকাশের নিচে পোশাক বদলাতে হত। মন্দাকিনী জানালেন, সেই সময় রাম তেরি গঙ্গা ময়েলির শুটিং চলছে। তুঝে বুলায়ে ইয়ে মেরি বাঁহে গানের দৃশ্যের শুট চলছে। আমার পরনে শুধুই সাদা রঙের ফিনফিনে শাড়ি। ঝরনায় ভিজে শুটের পর, যখন পোশাক বদলানোর সময় এসেছিল। আমি তখন শুটিং স্পট থেকে একটু দূরে একটি বড় গাছের আড়ালে ভিজে পোশাক বদলাচ্ছিলাম। হঠাৎ বুঝতে পারি, গাছের আশপাশে কেউ একটা ঘুরঘুর করছে। উঁকি মেরে দেখি রাজ কাপুর গাছের নিচে বসে ধূমপান করছেন। আমি একটু থমকেই গেলাম। ওঁকে বুঝতেই দিইনি গাছের আরেক পাশে আমি পোশাক বদলাচ্ছি। পোশাক বদলানোর পর সামনে যেতেই উনি চমকে উঠেছিলেন। রাজ কাপুরকে স্পষ্টই অসুবিধার কথা জানাই। উনি কথা দিয়েছিলেন, পরের বার থেকে পোশাক বদলানোর জন্য বিশেষ ব্যবস্থা করবেন। এরপর কথাও রেখেছিলেন রাজজি।