মেহমুদকে বিয়ে করতে চেয়ে বলিউডে একঘরে অরুণা ইরানি! কেন জানেন?

কেরিয়ারের শুরুতে ডান্স মাস্টার সুরেশ ভট্ট অরুণা ইরারানিকে বলেছিলেন মেহমুদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করতে , তাহলে তিনি অনেক কাজ পাবেন। যেমন শোনা তেমনই কাজ, এর ফলে একের পর এক কাজ জুটি বেঁধে করেছেন অরুণা ইরানি ও মেহমুদ।

মেহমুদকে বিয়ে করতে চেয়ে বলিউডে একঘরে অরুণা ইরানি! কেন জানেন?

|

Jul 04, 2025 | 5:59 PM

হিন্দি ছবির অন্যতম প্রসিদ্ধ অভিনেত্রী অরুনা ইরানি দশকের পর দশক ধরে দর্শকদের নিজের অভিনয় ও নৃত্যের মাধ্যমে ভুলিয়ে রেখেছেন। তবে তাঁর জীবনের এমন এক সময় এসেছিল যখন তিনি নাম ডাক হয়েও কাজ পাচ্ছিলেন না। এমনই এক ঘটনার কথা টিভি ইন্টারভিউ তে দর্শকদের বলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে ডান্স মাস্টার সুরেশ ভট্ট অরুণা ইরারানিকে বলেছিলেন মেহমুদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করতে , তাহলে তিনি অনেক কাজ পাবেন। যেমন শোনা তেমনই কাজ, এর ফলে একের পর এক কাজ জুটি বেঁধে করেছেন অরুণা ইরানি ও মেহমুদ। বন্ধুত্বের সম্পর্ক কখন প্রেমে পরিণত হয়েছে জানতেও পারেননি। অরুণা ইরানি মেহমুদ কে বিয়ে করতে চেয়েছিলেন, তবে জনসমক্ষে কখনও সেই বিয়ে বা ভালোবাসার কথা বলেননি মেহমুদ।

এর পরবর্ত সময়ে দেখা যায়, তাঁদের সম্পর্কের কথা যখন খবরের শিরোনামে আসে, তখন মাহমুদের বাড়ি থেকে চাপ দেওয়া হয় মেহমুদ যেন অভিনেত্রী অরুণা ইরানির সঙ্গে কাজ না করেন। কারণ মেহমুদ তখন বিবাহিত ছিলেন। এর পর মেহমুদের সঙ্গে অভিনেত্রীর ব্রেক আপ হয়ে যায়। এর পরিনতি হিসেবে বলিউডে প্রায় একঘরে হয়ে যান অভিনেত্রী। এর পর সিনেমায় নিজের পরিচিতির পরও বহুমাস কাজ পাননি তিনি, এদিকে সংসারের ভার তাঁর উপরেই ছিল। এর পর তাঁর কাছে সিনেমার জন্য নাচের দৃশ্যের জন্য অফার আসতে থাকে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। এখনও অভিনেত্রী বলিউডের সিনেমায় নানা চরিত্রে অভিনয় করছেন।