ঝরনায় ভিজছেন মন্দাকিনী, ভেজা শরীরে রাজ কাপুরের কাছে যেতেই…

১৯৮৫ সালের ২৫ জুলাই মুক্তি পায় রাম তেরি গঙ্গা ময়েলি। সেই বছর বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। তবে কাপুর ফ্যামিলিতে এই ছবির টাকার বন্যা নিয়ে আসলেও, বিতর্কও এসেছিল পিছু পিছু।

|

Feb 19, 2025 | 4:39 PM

ছেলে রাজীব কাপুরকে মাথায় রেখেই একটা প্রেমের গল্প লিখে ফেলেছিলেন রাজ কাপুর। কিন্তু সেই প্রেমের গল্পের সঙ্গে নায়িকা হিসেবে চাই তাঁর নতুন মুখ। প্রথমে ভেবেছিলেন অভিনেত্রী খুশবুকে এই ছবি দিয়ে বলিউডে নিয়ে আসবেন। কিন্তু খুশবুর বয়স সেই সময়, অনেকটাই কম হওয়ায়, রাজ কাপুর তাঁকে বাদই রাখেন। তারপর রাজ কাপুর ভেবেছিলেন ডিম্পল কাপাডিয়ার কথাও। কিন্তু অডিশনের সময়, ছবির গঙ্গা চরিত্রের সঙ্গে ডিম্পল বেশ বেমানান লাগে। তারপরই রাজ কাপুর জানতে পারেন মিরটের জাসমিন জোসেফের কথা। অর্থাৎ যিনি পরে মন্দাকিনী নামে জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথম দেখাতেই মন্দাকিনীকে পছন্দ হয়ে যায় রাজ কাপুরের। তাই সিনেমার শুট শুরু করতে দেরি করেননি রাজ কাপুর।

১৯৮৫ সালের ২৫ জুলাই মুক্তি পায় রাম তেরি গঙ্গা ময়েলি। সেই বছর বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। তবে কাপুর ফ্যামিলিতে এই ছবির টাকার বন্যা নিয়ে আসলেও, বিতর্কও এসেছিল পিছু পিছু। অনেকে তো রাজ কাপুরকে নিষিদ্ধ করার ঘোষণা করেছিলেন। রাম এবং গঙ্গার নাম ব্যবহার করে ছবি করায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন রাজ কাপুর। তবে সবচেয়ে বিতর্ক হয়, এই ছবির একটি গানের দৃশ্য নিয়ে যেখানে সাদা ফিনফিনে শাড়িতে ঝরনায় স্নান করতে দেখা গিয়েছিল মন্দাকিনীকে। ভেজা শাড়িতে সুস্পষ্ট হয়েছিল মন্দাকিনীর শরীরের সব ভাঁজ। আর তা দেখেই সেই সময় হইচই পড়ে গিয়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

এই দৃশ্যের শুটিং খুব একটা সহজ ছিল না মন্দাকিনীর কাছে। একে সবে বলিউডে পা রেখেছেন। তার উপর এমন বোল্ড দৃশ্য! ক্য়ামেরার সামনে ভেজা শাড়িতে দাঁড়াতেই ভয় পাচ্ছিলেন মন্দাকিনী। তার উপর পাহাড়ি ঝরনার ঠান্ডা জল!

শোনা যায়, মন্দাকিনীর হাজার চেষ্টার পরেও, নাকি দৃশ্যটা পছন্দ হচ্ছিল না ক্যামেরার বিপরীতে থাকা পরিচালক রাজ কাপুরের। আর সেই কারণেই শুট শেষে ভেজা শরীরে যতবার রাজ কাপুরের সামনে আসছিলেন, ততবার বিরক্ত হয়ে ফের শুট শুরু করছিলেন। শোনা যায়, মোট ৮ বার নাকি এই দৃশ্যের শুট করেন রাজ কাপুর। বার বারই মন্দাকিনীকে ভিজতে হয়েছিল ঠান্ডা ঝরনার জলে।

 

 

 

 

ছেলে রাজীব কাপুরকে মাথায় রেখেই একটা প্রেমের গল্প লিখে ফেলেছিলেন রাজ কাপুর। কিন্তু সেই প্রেমের গল্পের সঙ্গে নায়িকা হিসেবে চাই তাঁর নতুন মুখ। প্রথমে ভেবেছিলেন অভিনেত্রী খুশবুকে এই ছবি দিয়ে বলিউডে নিয়ে আসবেন। কিন্তু খুশবুর বয়স সেই সময়, অনেকটাই কম হওয়ায়, রাজ কাপুর তাঁকে বাদই রাখেন। তারপর রাজ কাপুর ভেবেছিলেন ডিম্পল কাপাডিয়ার কথাও। কিন্তু অডিশনের সময়, ছবির গঙ্গা চরিত্রের সঙ্গে ডিম্পল বেশ বেমানান লাগে। তারপরই রাজ কাপুর জানতে পারেন মিরটের জাসমিন জোসেফের কথা। অর্থাৎ যিনি পরে মন্দাকিনী নামে জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথম দেখাতেই মন্দাকিনীকে পছন্দ হয়ে যায় রাজ কাপুরের। তাই সিনেমার শুট শুরু করতে দেরি করেননি রাজ কাপুর।

১৯৮৫ সালের ২৫ জুলাই মুক্তি পায় রাম তেরি গঙ্গা ময়েলি। সেই বছর বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। তবে কাপুর ফ্যামিলিতে এই ছবির টাকার বন্যা নিয়ে আসলেও, বিতর্কও এসেছিল পিছু পিছু। অনেকে তো রাজ কাপুরকে নিষিদ্ধ করার ঘোষণা করেছিলেন। রাম এবং গঙ্গার নাম ব্যবহার করে ছবি করায় তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন রাজ কাপুর। তবে সবচেয়ে বিতর্ক হয়, এই ছবির একটি গানের দৃশ্য নিয়ে যেখানে সাদা ফিনফিনে শাড়িতে ঝরনায় স্নান করতে দেখা গিয়েছিল মন্দাকিনীকে। ভেজা শাড়িতে সুস্পষ্ট হয়েছিল মন্দাকিনীর শরীরের সব ভাঁজ। আর তা দেখেই সেই সময় হইচই পড়ে গিয়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

এই দৃশ্যের শুটিং খুব একটা সহজ ছিল না মন্দাকিনীর কাছে। একে সবে বলিউডে পা রেখেছেন। তার উপর এমন বোল্ড দৃশ্য! ক্য়ামেরার সামনে ভেজা শাড়িতে দাঁড়াতেই ভয় পাচ্ছিলেন মন্দাকিনী। তার উপর পাহাড়ি ঝরনার ঠান্ডা জল!

শোনা যায়, মন্দাকিনীর হাজার চেষ্টার পরেও, নাকি দৃশ্যটা পছন্দ হচ্ছিল না ক্যামেরার বিপরীতে থাকা পরিচালক রাজ কাপুরের। আর সেই কারণেই শুট শেষে ভেজা শরীরে যতবার রাজ কাপুরের সামনে আসছিলেন, ততবার বিরক্ত হয়ে ফের শুট শুরু করছিলেন। শোনা যায়, মোট ৮ বার নাকি এই দৃশ্যের শুট করেন রাজ কাপুর। বার বারই মন্দাকিনীকে ভিজতে হয়েছিল ঠান্ডা ঝরনার জলে।