অমিতাভকে নিয়ে টানাটানি, রেখাকে প্রাণনাশের হুমকি!

রেখার আর অমিতাভের প্রেমের গল্প বলিউডের হট টপিক। আজও যখনই অমিতাভ ও জয়া বচ্চনের দাম্পত্য নিয়ে কথা ওঠে, রেখার প্রসঙ্গ আসবে। রেখা যে নিশ্চুপে অমিতাভকে এখনও ভালবাসেন, তা নানা ফিল্মি পার্টিতে স্পষ্ট হয়ে ওঠে রেখার চোখে মুখে।

অমিতাভকে নিয়ে টানাটানি, রেখাকে প্রাণনাশের হুমকি!

|

Apr 24, 2025 | 4:25 PM

রেখার আর অমিতাভের প্রেমের গল্প বলিউডের হট টপিক। আজও যখনই অমিতাভ ও জয়া বচ্চনের দাম্পত্য নিয়ে কথা ওঠে, রেখার প্রসঙ্গ আসবে। রেখা যে নিশ্চুপে অমিতাভকে এখনও ভালবাসেন, তা নানা ফিল্মি পার্টিতে স্পষ্ট হয়ে ওঠে রেখার চোখে মুখে। কিন্তু শুধু রেখা নয়, অমিতাভের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বলিউডের আরেক কিংবদন্তি অভিনেত্রী পরভিন ববিও। তবে মহেশ ভাটের চক্করে সেই প্রেমের গল্প সেভাবে বলিপাড়ায় ছড়িয়ে পড়েনি। কিন্তু জানেন কি, অমিতাভকে পাওয়ার জন্য রেখাকে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন পরভিন! হ্য়াঁ, ঠিক এমনটিই ঘটেছিল।

গপ্পোটা একটু বিশদে বলা যাক। সময়টা সাতের দশকের শেষ এবং আটের দশকের শুরু। সবে সিলসিলা ছবির শুটিং শুরু হয়েছে। প্রথমে সিলসিলা ছবিতে জয়ার জায়গায় পরভিনের অভিনয় করার কথা ছিল। কিন্তু রাতারাতিই ছবির কাস্ট বদলে ফেলেন যশ চোপড়া। পরভিনের বদলে সিলসিলা ছবিতে এন্ট্রি পেলেন জয়া বচ্চন। তবে সিনেমা দেখার পর জয়ার উপর নয়, পরভিনের রাগ গিয়ে পড়ল রেখার উপর। ছবির পর্দায় অমিতাভের সঙ্গে রেখার কেমেস্ট্রি দেখে একেবারে রেগে লাল পরভিন। তারপরই ঘটল সেই ঘটনা, যা বলিউডকে কাঁপিয়ে দিয়েছিল।

সেই সময়ে এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, রেখার সঙ্গে এক ফিল্মি পার্টিতে দেখা পরভিনের। সেখানেই রেখাকে মারাত্মক অপমান করেছিলেন পরভিন। পরিস্কার রেখাকে বলেছিলেন, অমিতাভের জীবন থেকে সরে যায়, না হলে মারা পড়ে যাবে! তবে নেশায় বুঁদ পরভিনের এই মন্তব্যকে একেবারেই পাত্তা দেননি রেখা। বরং হেসেই উড়িয়ে দিয়েছিলেন। এরপরে রেখা ও পরভিন এক ছবিতেও অভিনয় করেছিলেন। তবে দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব কখনই জমেনি। নিন্দুকরা বলেন, রেখা ও পরভিনের এই কীর্তির কথা কানে গিয়েছিল অমিতাভেরও। তবে তিনি এসবের থেকে ছিলেন গা বাঁচিয়েই।