গর্ভে কাপুর খানদানের সন্তান, বিষ খেলেন বলিউডের একনম্বর নায়িকা! ভয়ঙ্কর কাণ্ড রণবীরের পরিবারে

নানা সাক্ষাৎকারে রণবীর কাপুরও বলেছেন, ছোটবেলায় কীভাবে মা-বাবার ঝগড়া দেখে মানসিক অশান্তিতে ভুগতেন তিনি। কিন্তু জানেন কি ঋষি-নীতুর সংসারে অশান্তি এতটাই চরমে গিয়েছিল, বিষ খেয়েছিলেন নীতু!

গর্ভে কাপুর খানদানের সন্তান, বিষ খেলেন বলিউডের একনম্বর নায়িকা! ভয়ঙ্কর কাণ্ড রণবীরের পরিবারে

|

Jun 18, 2025 | 5:07 PM

ঋষি কাপুরের সঙ্গে যে নীতু সিংয়ের দাম্পত্য কলহ লেগেই থাকত, তা মোটামুটি গোটা বলিউড জানে। এমনকী, বিয়ের পর পরই নীতু সিংয়ের দারুণ কেরিয়ারকেও যে ধ্বংস করেছিলেন ঋষি। তাও বার বার খবরে উঠে এসেছে। এমনকী, নানা সাক্ষাৎকারে রণবীর কাপুরও বলেছেন, ছোটবেলায় কীভাবে মা-বাবার ঝগড়া দেখে মানসিক অশান্তিতে ভুগতেন তিনি। কিন্তু জানেন কি ঋষি-নীতুর সংসারে অশান্তি এতটাই চরমে গিয়েছিল, বিষ খেয়েছিলেন নীতু! হ্যাঁ, বলিউডের কাপুর খানদানের দেওয়ালে কান পাতলে আজও শুনতে পাওয়া যায় সেই কথা, সেই কান্না, সেই আর্তনাদ।

সময়টা ১৯৮০। বিয় করলেন ঋষি কাপুর ও নীতু সিং। নীতুর তখন কেরিয়ার গ্রাফ চড়চড়িয়ে উপরে উঠছে। আর ঋষি তখন প্রযোজকদের নয়নের মণি। এমন সময়েই সাত পাকে বাঁধা পড়লেন নীতু ও ঋষি। তবে বিয়ের বছর ঘুরতে না ঘুরতে শোনা যায়, ঋষির কথাতেই নাকি সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন নীতু। শুধু তাই নয়, মদ্যপ হয়ে নিত্য অশান্তি লেগেই থাকত ঋষির পরিবারে। ঠিক এই সময়ই ঘটে এক অঘটন।

বলিউড গুঞ্জনে রয়েছে, বিয়ের বয়স এক বছর হতেই নাকি সন্তানসম্ভবা হয়েছিলেন নীতু। আর তখন ঋষির সঙ্গে তাঁর অশান্তি চরমে। সেই সময় ঋষির সঙ্গে ইন্ডাস্ট্রির অন্যান্য নায়িকাদের নাম জড়ানো শুরু হয়। এমনকী, রটে যায়, নীতুকে নাকি ডিভোর্সও দিতে চেয়েছিলেন ঋষি। আর এই নিয়ে কাপুর পরিবারের চরম অশান্তি। গুঞ্জন বলছে, নীতুর তখন গর্ভে কাপুর বংশের সন্তান। অশান্তি এতটাই চরমে ওঠে যে, বিষ খান নীতু! তবে সেই বিষের ডোজ অল্প হওয়ায় এবং বিষটি মারাত্মক না হওয়ায় সে যাত্রায় বেঁচে যান নীতু। এমনকী, হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল নীতুকে। পরে নাকি ঋষি কাপুর ক্ষমাও চেয়েছিলেন নীতুর কাছে। তবে আজও কাপুর পরিবারের অশান্তি নিয়ে কথা উঠলে, নীতুর এই কাণ্ড আলোচনায় বার বার ফিরে আসবেই।