‘বেশি দেখিও না’, ঋষি কাপুরকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙেন পুনম ধিল্লো
বলিউডের সুপারস্টার ঋষি কাপুর সিনেমার পর্দায় এমনিতে চার্মিং হিরো। বহু নারীর হৃদয়ে বাস করেন। তবে এক সাক্ষাৎকারে পুনম ধিল্লো ঋষি কাপুরকে নিয়ে এমন এক মন্তব্য করলেন, যা বিনোদন জগতে হইচই ফেলে দেয়।

বলিউডের সুপারস্টার ঋষি কাপুর সিনেমার পর্দায় এমনিতে চার্মিং হিরো। বহু নারীর হৃদয়ে বাস করেন। তবে এক সাক্ষাৎকারে পুনম ধিল্লো ঋষি কাপুরকে নিয়ে এমন এক মন্তব্য করলেন, যা বিনোদন জগতে হইচই ফেলে দেয়। পুনম বলেন, সেই সময় অন্যান্য নায়কের তুলনায় ঋষি কাপুরের দেখনদারিটা বেশি ছিল। কথায় কথায় ইংরেজি বলতেন তিনি। প্রথমে বলিউডে নতুন হওয়ায় চিন্টুজির সেই শো অফ সহ্য করতাম। তবে পরে একদিন হাতে নাতে ধরলাম ঋষিজিকে।
কী ঘটেছিল?
এই সাক্ষাৎকারে পুনম জানালেন, সেই সময় সিনেমার শুটিংয়ের ফাঁকে আমরা স্ক্র্যাবল খেলতাম (ইংরেজি ভাষার শব্দ জব্দ খেলা)। একদিন এটা খেলতে গিয়ে ঋষিজির ভুল ধরে ফেললাম। তারপর সোজা তাঁকে বললাম, আপনি তো দশ ক্লাস ফেল। আর আমি গ্র্যাজুয়েট। তাই আমার কাছে এসব ইংরেজি দেখাবেন না। পুনম আরও জানান, ঋষি কাপুর নানান বিদেশি ম্যাগাজিন পড়তেন। তাই লোকে ভাবত, উনি যে ইংরেজি শব্দটা বলছেন, সেটা ঠিকই। তবে শব্দ জব্দ খেলায় জিততে গিয়ে অনেক সময়ই শব্দ নিজে থেকে বানিয়ে নিতেন। সেটাই আমি ধরে ফেলেছিলাম।
প্রসঙ্গত ঋষি কাপুর ও পুনম ধিল্লোর বহু হিট ছবি রয়েছে। যা দর্শকদের মনে আজও উজ্জ্বল হয়ে রয়েছে। ঋষি কাপুর ও পুনম ধিল্লো একসঙ্গে অভিনীত কয়েকটি ছবি যেমন, ‘ইয়ে ওয়াদা রাহা’, ‘বিবি ও বিবি’, ‘আশিয়ানা’ ‘জামানা’।
