কপাল পুড়ল সৌমিত্রর! উত্তম কুমার এক টাকাও পারিশ্রমিক নেবেন না জেনেও প্রযোজক রাজি হলেন না সিনেমা বানাতে

সিনেমার শুটিংয়ের ফাঁকে একদিন আড্ডা দিচ্ছেন সৌমিত্র ও উত্তম। আলোচনায় উঠে এসেছিল সৌমিত্র ও তাঁর নাটকের গল্প। সেই সময় উত্তমকে মঞ্চে অভিনয়ের কথা বলেন সৌমিত্র। কিন্তু উত্তম জানিয়ে ছিলেন, নাটক আর এখন করতে পারব না রে।

কপাল পুড়ল সৌমিত্রর! উত্তম কুমার এক টাকাও পারিশ্রমিক নেবেন না জেনেও প্রযোজক রাজি হলেন না সিনেমা বানাতে

|

May 15, 2025 | 5:48 PM

সালটা ১৯৭৮। সেই সময় জগৎবল্লভপুরে একটি ছবির শুটিং করছিলেন উত্তম ও সৌমিত্র। তখন সিনেমার পাশাপাশি নাটকেও দাপিয়ে অভিনয় করছেন সৌমিত্র। একের পর এক নাটক পরিচালনাও করছিলেন। তবে সৌমিত্রর সুপ্ত ইচ্ছা ছিল সিনেমা পরিচালনা করার। আর সেকথা জানতে পেরেছিলেন উত্তম কুমার। শুধু জানতেই পারেননি, স্নেহের পুলুকে সিনেমা তৈরি করা কথাও বলেছিলেন।

গল্পটা একটু বিশদে বলা যাক। সিনেমার শুটিংয়ের ফাঁকে একদিন আড্ডা দিচ্ছেন সৌমিত্র ও উত্তম। আলোচনায় উঠে এসেছিল সৌমিত্র ও তাঁর নাটকের গল্প। সেই সময় উত্তমকে মঞ্চে অভিনয়ের কথা বলেন সৌমিত্র। কিন্তু উত্তম জানিয়ে ছিলেন, নাটক আর এখন করতে পারব না রে। বরং তুই একটা সিনেমা কর। সেখানেই অভিনয় করব। প্রযোজক না হয় আমিই খুঁজে দেব। আর আমাকে পারিশ্রমিক দিতে লাগবে না।

জানা যায়, সৌমিত্রকে টিকটিকি ( ৫০ বছর আগের লেখা এক ইংরেজি নাটক ‘The Sleuth’ অবলম্বনের বাংলা সংস্করণ টিকটিকি। সৌমিত্রের অভিনয়ে মঞ্চে ঝড় তুলেছিল এই নাটক) নাটকটিকেই সিনেমা করতে বলেছিলেন উত্তম। সেই অনুযায়ী, চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৌমিত্র। কিন্তু বাঁধ সাধলেন উত্তমের পরিচিত প্রযোজক।

সেই সময় একটি ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, টিকটিকির গল্প শুনে প্রযোজক জানিয়ে ছিলেন, এই গল্পে শুধুই নায়ক। কোনও প্রেম নেই, কোনও নায়িকা নেই, গান নেই। ছবি চলবে না। ফ্লপ হবে। জেনেবুঝে নিজের ক্ষতি করব না। প্রযোজককে অনেক অনুরোধ করেছিলেন উত্তম। কিন্তু তিনি রাজি হননি, না হলে হয়তো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল অধ্য়ায় তৈরি হত। সৌমিত্র পরিচালনায় অভিনয় করতেন উত্তম কুমার। সিনেমার পর্দায় দেখা যেত টিকটিকি।