মহানায়িকা হলেও শুধুমাত্র বাঙাল বলে জীবনের এই বড় স্বপ্নটা অধরাই থেকে গেল সুচিত্রা সেনের
সারাজীবন অভিনয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মহানায়িকা সুচিত্রা সেন। তাই যতদিন অভিনয় করেছেন, ততদিন কোনও কিছুর সঙ্গেই আপোস করেননি। তাঁর কাছে সিনেমাই ছিল প্রধান।

সারাজীবন অভিনয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মহানায়িকা সুচিত্রা সেন। তাই যতদিন অভিনয় করেছেন, ততদিন কোনও কিছুর সঙ্গেই আপোস করেননি। তাঁর কাছে সিনেমাই ছিল প্রধান। কিন্তু জানেন কি? মহানায়িকার একটি স্বপ্ন ছিল। যা কিনা অধরাই থেকে যায়। বলা ভাল, এই স্বপ্ন শুধু সুচিত্রা দেখেননি, দেখেছিলেন তাঁর স্বামী দিবানাথও। কী স্বপ্ন দেখেছিলেন তাঁরা?
সুচিত্রা সেন তখনও মহানায়িকা হননি। এমনকী, তখন তাঁর নাম রমা। ছোটবেলা থেকেই গান গাইতে ভালবাসতেন সুচিত্রা। স্বামী দিবানাথ সেকথা জানতেনও। সেই কারণেই দিবানাথ চেয়েছিলেন সুচিত্রা গান রেকর্ড করুক। গান রেকর্ডের সুযোগও এল।
সেই সময়ের এক বিনোদনমূলক ম্য়াগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, সঙ্গীত পরিচালক রবিন চট্টোপাধ্যায়ের সুরে এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় একটি গান রেকর্ড করেছিলেন সুচিত্রা। সুচিত্রার গলার সেই গান পছন্দও হয় গৌরীপ্রসন্ন ও রবিন চট্টোপাধ্য়ায়ের। কিন্তু বাধ সাধেন রেকর্ড কোম্পানির কর্তারা।
এই খবরটিও পড়ুন
জানা যায়, রেকর্ড কোম্পানির একেবারেই নাকি পছন্দ হয়নি সুচিত্রার সেই গান। তাঁর গায়কিতে পূর্ববঙ্গীয় টান থাকায়, একটি গানের পর, আর কোনও গান সুচিত্রাকে দিয়ে রেকর্ড করাতে চাননি তাঁরা।
তবে অন্যদিকে এও শোনা যায়, সুচিত্রাই নিজে ঠিক করেন, তিনি আর গান গাইবেন না। কেননা, তিনি অভিনয়টাকেই সেই সময় সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চেয়েছিলেন। তবে সুচিত্রা গান না গাইলেও, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সুচিত্রার গায়িকা হয়ে ওঠার গল্প অমর হয়ে রয়েছে।





