
জাতীয় পুরস্কারে দ্য কেরালা স্টোরি ছবি জোড়া পুরস্কার পেতেই এই ছবি এখন টক অফ দ্য টাউন। আর সেই কথার ভিড়েই প্রকাশ্যে এল দ্য কেরালা স্টোরি খ্যাত নায়িকা আদা শর্মার এমন এক কীর্তি যা কিনা একসময় হইচই ফেলে দিয়েছিল বলিউডে। তবে এই কাণ্ডটি আদা শর্মা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, নিন্দুকদের মাধ্যমে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। ঘটনাটি ২০২৩ সালের। সবে তখন ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে হইচই শুরু হয়েছে বলিপাড়ায়। চারিদিকে বিতর্কের ঝড়। ফোন মারফত প্রাণনাশের হুমকিও পাচ্ছিলেন আদা। ঠিক সেই সময় এক বিজ্ঞাপনের শুটিংয়েই আদা, অক্ষয়ের সঙ্গে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেন, যা কিনা রীতিমতো অপ্রস্তুতে ফেলে দেওয়ার মতো।
জানা গিয়েছে, দৃশ্যটি ছিল অক্ষয়ের কোলে বসে গান গাইছেন আদা শর্মা। পরনে লাল শাড়ি। হঠাৎ আদা টের পেলেন, অক্ষয়ের কোলে বসেই বাতকর্ম করে ফেলেছেন তিনি। আর অক্ষয় সেটা বুঝতে পেরেই, আদাকে কোল থেকে টেনে নামিয়ে দেন! সেই সময় আদা নাকি জানিয়ে ছিলেন, দুপুরে রাজমা- ভাত খাওয়ার ফলেই এমনটা করে ফেলেছিলেন অভিনেত্রী। পরে অক্ষয়ের মেকআপ রুমে ঢুকে, তাঁকে পুরো বিষয়টাও জানান। অক্ষয়ও ব্য়াপারটিকে সহজ করে নিয়েছিলেন। তবে এমন কাণ্ডটি কি আর লুকিয়ে রাখা যায়! শুটিং ইউনিটের লোকের মুখে মুখেই পুরো বলিউডে চাউর হয়ে যায় আদার এই আজব কাণ্ড!