‘শাট আপ…!’ একঘর লোকের সামনে করিনাকে চরম অপমান কাজলের, দুই নায়িকার মধ্যে কী ঘটল?

ব্যাপারটা যে এমন দিকে গড়াবে তা আগে আন্দাজও করতে পারেননি করিনা কাপুর। তাঁর একটি কথাও যে কাজল এতটা রেগে যেতে পারেন, তা স্বপ্নেও ভাবেননি।

শাট আপ...! একঘর লোকের সামনে করিনাকে চরম অপমান কাজলের, দুই নায়িকার মধ্যে কী ঘটল?

|

Jul 17, 2025 | 6:56 PM

ব্যাপারটা যে এমন দিকে গড়াবে তা আগে আন্দাজও করতে পারেননি করিনা কাপুর। তাঁর একটি কথাও যে কাজল এতটা রেগে যেতে পারেন, তা স্বপ্নেও ভাবেননি। তিনি তো শুধুই রসিকতা করেছিলেন, কিন্তু সেই কারণে ঘর ভর্তি লোকের সামনে চরম অপমান! হ্য়াঁ, বেশ কয়েক বছর আগে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার পডকাস্টে এসে ক্য়ামেরার সামনেই বিবাদে জড়িয়ে ছিলেন করিনা কাপুর খান ও কাজল। কভি খুশি কভি গম ছবির দুই বোনের চরিত্রে কাজল ও করিনার মধ্যে মিষ্টি রসায়ন তৈরি হলেও, বাস্তবে ঘটল ঠিক উলটোটাই। করিনার উপর রাগ করে কাজল কিন্তু শো ছেড়েই চলে যাচ্ছিলেন। তা ঠিক কী ঘটেছিল দুই নায়কের মধ্যে?

প্রায় দুবছর আগে মণীশ মালহোত্রার পডকাস্টে এসেছিলেন কাজল ও করিনা। কথায় কথায় ওঠে গাড়ি চালানোর প্রসঙ্গ। ঠিক তখনই কাজলকে উদ্দেশ্য করে করিনা বলে ওঠেন, ‘বাপরে… কাজল গাড়ি নিয়ে রাস্তায় নামলে, প্রচুর লোক মারা পড়বে। মারাত্মক বাজে গাড়ি চালায় কাজল!’ করিনার এই মন্তব্যেই রেগে লাল কাজল। দুম করেই , করিনাকে বেশ জোরেই বলে উঠলেন শাট আপ! যেটা জানো না, সেটা নিয়ে কথা বলবে না। তুমি কি আমার গাড়িতে উঠেছ কখনও! এই বলেই শো থেকে বেরিয়ে যেতে চাইছিলেন, পরে তাঁকে আটকান মণীশ মালহোত্রা।

কাজলের এমন আচরণে অবাকই হয়েছিলেন করিনা। কাজলের রাগ কমাতে শেষমেশ, ক্ষমাও চেয়েছিলেন করিনা। কাজলও অবশ্য পরে বুঝতে পেরেছিলেন সামান্য কথায় তিনি একটু বেশিই রেগে গিয়েছিলেন।