‘ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতেন, একলা পেলেই ডাকতেন মেকআপ ভ্যানে!’ রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মৌসুমী

রাজেশের আঙুলের ইশারায় নায়িকা বদলে ফেলতেন পরিচালক-প্রযোজক। সেই সুপারস্টার রাজেশের চোখ যখন পড়ল অভিনেত্রী মৌসমী চট্টোপাধ্যায়ের দিকে, তখনই ঘটল এমন ঘটনা, যা কিনা নাড়িয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রি।

ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতেন, একলা পেলেই ডাকতেন মেকআপ ভ্যানে!  রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মৌসুমী

|

Jul 23, 2025 | 2:25 PM

রাজেশ খান্নাকে বলা হত, ভারতের প্রথম সুপারস্টার। আর এই সুপাস্টারের জাদুতেই বক্স অফিস থাকত একেবারেই রাজেশের হাতের মুঠোয়। রাজেশের আঙুলের ইশারায় নায়িকা বদলে ফেলতেন পরিচালক-প্রযোজক। সেই সুপারস্টার রাজেশের চোখ যখন পড়ল অভিনেত্রী মৌসমী চট্টোপাধ্যায়ের দিকে, তখনই ঘটল এমন ঘটনা, যা কিনা নাড়িয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রি। সেই সময় বলিউডের ঠোঁটকাটা নামে পরিচিত অভিনেত্রী মৌসুমী, রাজেশ খান্নাকে যা বলেছিলেন, তা নিয়ে এখনও কথা হয় বলিউডে।

তা ঠিক কী ঘটেছিল?

সময়টা সাতের দশকের মাঝমাঝি। রাজেশের সঙ্গে জুটি বেঁধে মৌসুমী তখন একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। লাঞ্চব্রেকেই ঘটল সেই ঘটনা, যা কেউ ভাবতেও পারেননি। সম্প্রতি মৌসুমী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ”রাজেশ খান্নার বরাবরই রোয়াব ছিল। আর সেই রোয়াবের চাপে থাকত শুটিং ফ্লোরের সবাই। রুপোর ট্রে করে রাজেশের মেকআপ রুমে যেত, চা-কফি, খাবার। অদ্ভুত অ্য়াটিটিউড রাখতেন।”

মৌসুমী জানান, ”আমার সঙ্গে কখনই খুব ঘনিষ্ঠতা হয়নি রাজেশ খান্নার। আমিই দূরত্ব বজায় রাখতাম। তবে লক্ষ্য করেছিলাম, আমাকে দূর থেকে ড্যাব ড্যাব করে দেখতেন। আমি অবশ্য খুব একটা ওসব পাত্তা দিতাম না। তবে একদিন শুটিংয়ে আমাকে মেকআপ রুমে ডাকল। আমাকে বলল, তুমি এবার থেকে আমার সঙ্গে লাঞ্চ খাবে, চা-কফি খাবে। স্পটবয় বা মেকআপ ম্যানদের সঙ্গে নয়! আমি তো অবাক! রাজেশ খান্নার মতো সুপারস্টার এমনটা বলছে আমাকে। তবে আমি রাজেশ স্পষ্ট জানিয়ে ছিলাম, আমি ঠিক আছি। ওদের সঙ্গেই থাকতে চাই। মেকআপ ভ্যানে বসে খেতে পারব না! আমার মুখে একথা শুনে ক্ষুব্ধ হয়েছিলেন রাজেশ। তবে আমি ওসবে পাত্তা দিইনি। ”