তোমাকে কিছুতেই নায়িকা হতে দেব না! সুচিত্রাকে কেন হুমকি দিয়েছিলেন খ্যাতনামা পরিচালক?

উত্তম কুমারের সঙ্গে জুটি বাঁধলে তো কথাই নেই। নিন্দুকরা বলতেন, এই কারণেই নাকি সুচিত্রার মুখশ্রী চুইয়ে পড়ত দম্ভ। অহংকারে তাঁর নাকি পা মাটিতেই পড়ত না। তবে সুচিত্রা সেনের ঘনিষ্ঠরা কিন্তু এর উলটোই বলতেন। তাঁর মতো মানুষ নাকি ইন্ডাস্ট্রিতে দুর্লভ।

তোমাকে কিছুতেই নায়িকা হতে দেব না! সুচিত্রাকে কেন হুমকি দিয়েছিলেন খ্যাতনামা পরিচালক?

|

Sep 06, 2025 | 7:03 PM

তিনি মহানায়িকা। একসময় তাঁর হাতের মুঠোয় থাকত বক্স অফিস। আর উত্তম কুমারের সঙ্গে জুটি বাঁধলে তো কথাই নেই। নিন্দুকরা বলতেন, এই কারণেই নাকি সুচিত্রার মুখশ্রী চুইয়ে পড়ত দম্ভ। অহংকারে তাঁর নাকি পা মাটিতেই পড়ত না। তবে সুচিত্রা সেনের ঘনিষ্ঠরা কিন্তু এর উলটোই বলতেন। তাঁর মতো মানুষ নাকি ইন্ডাস্ট্রিতে দুর্লভ। সেই সুচিত্রাকেই একবার পড়তে হয়েছিল হুমকির মুখে। এক নামকরা পরিচালক মহানায়িকাকে হুমকি দিয়েছিলেন। পরিচালক সুচিত্রাকে মুখে উপর বলেছিলেন, দেখি তুমি কীভাবে নায়িকা হও! এই ঘটনা একেবারে সুচিত্রার কেরিয়ারের শুরুর দিকে।

তা হঠাৎ এমন কেন বলেছিলেন পরিচালক?

সেই সময় এক গসিপ ম্যাগাজিনে প্রকাশিত এই গল্প। সবটা বললেও, পরিচালকের নাম থাকে গোপনেই। ম্যাগাজিনে প্রকাশিত সেই খবর অনুযায়ী, পরিচালক একদিন হঠাৎ সুচিত্রাকে বিয়ের প্রস্তাব দেন। সুচিত্রা তৎক্ষণাৎ সেই প্রস্তাব নাকচ করেন। তারপরই নাকি রেগেমেগে পরিচালক বলেন, দেখি তুমি কীভাবে নায়িকা হও। তুমি নায়িকা হলে আমার হাতে ঘাস গজাবে! শোনা যায়, এই ঘটনার বহুদিন পর, যখন সুচিত্রা বাংলা সিনেমার সুপারস্টার নায়িকা, তখন দেখা হয় এই পরিচালকের সঙ্গে। সুচিত্রা নাকি পরিচালককে দেখে ঠাট্টা করে বলেছিলেন, দেখি আপনার হাতের তালু!