ফিল্মি পার্টিতে উত্তমের সামনে শর্মিলা ঠাকুরের গালে চড় মালা সিনহার! তারপর কী হল?

রেষারেষির, ঝামেলার! আর দুই নায়িকা হলেন মালা সিনহা এবং শর্মিলা ঠাকুর। তবে এখনই বলে রাখা উচিত, এই দুই নায়িকার ঝগড়ার মাঝে পড়েছিলেন মহানায়ক উত্তম কুমারও!

ফিল্মি পার্টিতে উত্তমের সামনে শর্মিলা ঠাকুরের গালে চড় মালা সিনহার! তারপর কী হল?

|

Aug 08, 2025 | 5:27 PM

বিনোদন পাড়ায় হামেশাই একটা শোনা যায়, নায়িকার সঙ্গে নাকি আরেক নায়িকার কখনও বন্ধুত্ব হয় না। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে এমন বিষয়ের ব্যতিক্রম নেই, তাও কিন্তু নয়। বহু নায়িকারাই রয়েছেন, যাঁরা সিনেপর্দার লড়াইকে একপাশে রেখে বন্ধুত্ব এগিয়ে নিয়ে চলে। তবে এই গল্প দুই নায়িকার বন্ধুত্বের নয়। বরং রেষারেষির, ঝামেলার! আর দুই নায়িকা হলেন মালা সিনহা এবং শর্মিলা ঠাকুর। তবে এখনই বলে রাখা উচিত, এই দুই নায়িকার ঝগড়ার মাঝে পড়েছিলেন মহানায়ক উত্তম কুমারও!

কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। সময়টা ছয়ের দশক। সবে ‘হামাসায়া’ নামের একটি বলিউড ছবির শুটিং শেষ করেছেন শর্মিলা ঠাকুর ও মালা সিনহা। যেখানে তাঁদের নায়ক জয় মুখোপাধ্যায়। আর সেই সময়ই মুম্বইতে ছবির কাজে উড়ে গিয়েছিলেন উত্তম কুমার। আসলে, মালা সিনহার সঙ্গে জুটি বেঁধে তাঁর একটি ছবি করার কথা ছিল। ঠিক সেই সময়ই নায়ক জয় মুখোপাধ্যায় একটি পার্টি আয়োজন করেন। যেখানে নিমন্ত্রিত ছিলেন উত্তমও।

সন্ধ্যা হতেই পার্টি জমে ওঠে। একে একে পার্টিতে এসে উপস্থিত হন, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। বাদামি স্যুট পরে পার্টিতে হাজির হন উত্তম। উত্তমকে দেখেই কথা বলতে এগিয়ে যান শর্মিলা। দুএক কথা শুরু হতেই হঠাৎই সেখানে হাজির মালা সিনহা। উত্তমের সঙ্গে একটি বাক্যও ব্যয় না করে সোজা শর্মিলার গালে সপাটে চড়! উত্তম তো পুরো হতবাক! বুঝেই উঠতে পারছিলেন আচমকা কী ঘটল! অন্যদিকে শর্মিলাও থমকে গেলেন। পার্টিতে উপস্থিত সব অতিথিদের মুখ তখন থমথমে। মালা সিনহা এবার মুখ খুললেন, শর্মিলাকে জানালেন, তোমার তো সাহস কম নয়! পরিচালককে বলে এডিট টেবিলে আমার দৃশ্য বাদ দেওয়া! এটাই তোমার শাস্তি! এরপরই পার্টি থেকে সোজা বেরিয়ে এসেছিলেন মালা সিনহা। আর অন্যদিকে উত্তম সামলেছিলেন শর্মিলাকে।

তবে এই ঘটনার বহু বছর পরে মালা সিনহা এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই ঘটনা একেবারেই রটনা। আমি কখনই কোনও সতীর্থর গায়ে হাত দিইনি। ছবিকে হিট করানোর জন্য এমন খবর রটানো হয় ইন্ডাস্ট্রিতে। তবে শোনা যায়, উত্তম নাকি নিজে এগিয়ে মালা সিনহা ও শর্মিলার মধ্যে পরে বন্ধুত্ব করিয়ে ছিলেন।