
দুজনের বয়সের ফারাক ২৮ বছর। তাতে কী? প্রেম কি আর বয়স মানে? অন্তত, এই দুই নায়ক-নায়িকার ক্ষেত্রে তো এই নিয়ম চলেইনি। বরং বাস্তবে তাঁরা দুরন্ত প্রেমিক। তাঁদের প্রেম কিসসা আজও বলিউডে কান পাতলে শোনা যায়। কিন্তু জানেন কি? সিনেমার পর্দায় ভাইবোন হয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই জুটি। যা কিনা সেই সময়ের বিনোদন দুনিয়ার বড় খবর। যখন কেউ সেই নায়কের বিপরীতে বোনের চরিত্রে অভিনয় করতে চাইছিলেন না। ঠিক সেই সময়ই এগিয়ে আসেন, নায়কের প্রেমিকা ডাকসাইটে বলিউড অভিনেত্রী। ভাবছেন কাদের কথা হচ্ছে?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সময়টা সাতের দশকের শুরু। অভিনেতা ও পরিচালক দেব আনন্দ তখন তৈরি করছেন হরে রাম হরে কৃষ্ণ ছবিটি। ছবির গল্প এক ভাই-বোন, ড্রাগের নেশা, স্মাগলিং নিয়ে। শোনা যায়, এই ছবিতে দেব আনন্দের বিপরীতে বোনের চরিত্রে অভিনয় করতে চাইছিলেন না কোনও অভিনেত্রীই। আর সেই সময়ই দেব আনন্দের এক ডাকে এগিয়ে এলেন জিনত আমন। সেই সময় নায়ক-নায়িকা হিসেবে একেবারে সুপারহিট জিনত-দেব। সেই সুপারহিট জুটি ভাইবোনের চরিত্রে! হইচই পড়ে গিয়েছিল বলিউডে। তার উপর গুঞ্জনে ছিল দেব আনন্দ ও জিনতের প্রেমচর্চা।
জিনত এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ”আমার কাছে যখন হরে কৃষ্ণ হরে রাম ছবির অফার এসেছিল, প্রথমে আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি তখন বলিউডে একের পর এক হিট ছবি দিচ্ছি। কয়েকটি ছবিতে দেবও আমার হিরো ছিল। সেই হিরোর বোনের চরিত্রে অভিনয় করাটা ঝুঁকি হবে না তো! তবে দেব আমাকে চ্য়ালেঞ্জ নিতে শিখিয়ে ছিল। বলেছিল, বলিউডে আমাদের নিয়ে যে প্রেম গুঞ্জন তা ভাঙতে এই ছবিটি দারুণ কাজ করবে।”
তবে হল উল্টোটাই। ছবি সুপারহিট। ভাইবোন হিসেবেও বাম্পার হিট হল জিনত ও দেব আনন্দের জুটি। শোনা যায়, এক পার্টিতে দেব আনন্দ, জিনতকে বলেছিলেন, ”আমাদের জুটির ম্যাজিক দেখলে, প্রেমও সুপারহিট, ভাইবোনও সুপারহিট।”