
বলিউড অভিনেতারা বরাবরই সমাজের নানা ট্যাবু ভাঙতে এগিয়ে আসেন। তা কখনও সিনেপর্দার মধ্যে দিয়ে, তো কখনও সাক্ষাৎকারের মধ্যে দিয়ে। তাঁরা যেহেতু সমাজের আইকন, তাই তাঁদের হাত ধরেই সাধারণ মানুষের কাছে পৌঁছনোটা সহজ হয়ে যায়। সেলিব্রিটিরাও নানা ইস্যুতে এগিয়ে আসেন, সচেতনতা বাড়াতে। এই যেমন, ঋতুস্রাব ও তাঁকে ঘিরে সামাজিক ট্যাবু।
বলিউডের বহু অভিনেত্রীই রয়েছেন, যাঁরা ঋতুস্রাব নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে এবং ট্যাবু ভাঙতে নিজেদের ঋতুস্রাবের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। যেমন, দীপিকা পাড়ুকোন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কীভাবে তাঁর মা, দীপিকা এবং তাঁর এক বান্ধবীকে পিরিয়ড সম্পর্কে সমস্তরকম জ্ঞান দিয়েছিলেন। তবে নাতনি নভেলি নন্দার পডকাস্টে এসে জয় বচ্চন, তাঁর ঋতু্স্রাবের এমন এক ঘটনার কথা জানিয়েছেন, যা শুনে রীতিমতো হতবাক হতে হয়।
তা কী ঘটেছিল জয়া বচ্চনের সঙ্গে?
একটি সিনেমার শুটিংয়ে তখন ব্যস্ত ছিলেন জয়া। তাঁর বিপরীতে নায়ক ছিলেন ধর্মেন্দ্র। হঠাৎই শুটিং ফ্লোরে জয়া বচ্চন লক্ষ্য করলেন, তাঁর শাড়ির পিছনটা পুরোটাই রক্তে ভেজা! জয়া বুঝতে পারলেন, তাঁর ঋতুস্রাব শুরু হয়েছে। কিন্তু আউটডোর শুটিং। স্যানাটারি ন্যাপকিন বদলানোর জন্যও নিরাপদ কোনও জায়গা ছিল না। ফলে শুটিং ফ্লোর ছেড়েই রক্তে ভেজা শাড়ি নিয়ে জঙ্গলে ছুটলেন জয়া। জঙ্গলে গাছের আড়ালেই বদলে ফেললেন ন্যাপকিন! জয়া জানিয়েছেন শুটিংয়ে থাকা পুরুষরা সেদিন তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। শুটিংয়েও বিরতি ছিল তাঁরই জন্য। খোদ ধর্মেন্দ্রই তাঁকে চা-কফি অফার করেছিলেন।