‘ভাঙছে বিয়ে, কমছে বিশ্বাস’, বিশ্বনাথের চোখে ‘অসহ্য’ কোন পরিস্থিতি দেখবে দর্শক

বিশ্বনাথ বসুর অভিনয়ে মুগ্ধ দর্শক। সম্প্রতি কিলবিল সোসাইটির চরিত্র দর্শকদের মনে রয়েছে এরই মধ্যে 'অসহ্য' ছবিতে বিশ্বনাথ তাঁর অভিনয় প্রতিভায় দর্শকদের কতটা সহিষ্ণুতা শেখাতে পারেন সেটাই দেখার।

ভাঙছে বিয়ে, কমছে বিশ্বাস, বিশ্বনাথের চোখে অসহ্য কোন পরিস্থিতি দেখবে দর্শক

|

Apr 21, 2025 | 5:54 PM

স্যোশাল মিডিয়ায় মজে এখন মানুষ। সকলের মাঝে আলাদা ভাবে থাকতেই পছন্দ করছে, শর্টস আর রীলের যুগে মানুষ অনেক বেশি অধৈর্য্য হয়ে পড়ছে। অল্প সময়ে একঘেয়েমি দেখা দিচ্ছে। এই পরিস্থিতি মানুষের সম্পর্কেও প্রভাব ফেলছে। বিয়ে নামক সারাজীবনের বাঁধন আলগা হচ্ছে, কেউ ওপেন সম্পর্কে থাকছে, কেউ আবার লিভ-ইন সম্পর্কে থাকছে। প্রেমে যত তাড়াতাড়ি পড়ছে ততোধিক কম সময়ে ব্রেকআপ হচ্ছে। এই বিষয়কে মাথায় রেখেই বড় পর্দার জন্য তৈরি হচ্ছে নতুন ছবি নাম ‘অসহ্য’।

এই ছবিতে এক সঙ্গে দেখা যাবে বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়কে। ‘অসহ্য ‘পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। পরিচালক নিজেই এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন। ছবির শ্যুট শেষ হয়েছে , চলছে পোস্ট প্রোডাকশন এর কাজ।
অভিনেতা বিশ্বনাথ বসুর অভিনয়ে মুগ্ধ দর্শক। সম্প্রতি কিলবিল সোসাইটির চরিত্র দর্শকদের মনে রয়েছে এরই মধ্যে ‘অসহ্য’ ছবিতে বিশ্বনাথ তাঁর অভিনয় প্রতিভায় দর্শকদের কতটা সহিষ্ণুতা শেখাতে পারেন সেটাই দেখার। অন্যদিকে ভাস্বর চট্যোপাধ্যায় সিরিয়ার নিয়মিত মুখ। সিরিজ থেকে সিনেমায় তাঁকে দেখা যায় নান ধরণের চরিত্রে। অসহ্য সিনেমাতে এই দুই অভিনতাকে দেখা যাবে একসঙ্গে অভিনয় করতে। ছবির গল্প বলবে এই ছবিতে তাঁদের পারস্পরিক অভিনয় দর্শকদের কতটা হলমুখি করে।